সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

জাপার ইফতারে ভারত-চীনসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ১২:১০ এএম

শেয়ার করুন:

loading/img
জাতীয় পার্টির ইফতারে বিভিন্ন দেশের কূটনীতিকরা। ছবি: সংগৃহীত

কূটনৈতিক ও রাজনীতিবিদদের সম্মানে জাতীয় পার্টি চেয়ারম্যানের দেওয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশে নিযুক্ত ভারত, চীনসহ বিভিন্ন দেশের কূটনৈতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সোমবার (৪ মার্চ) রাজধানীর রেডিসন হোটেলে এই ইফতারের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


ইফতারপূর্ব বক্তব্যে জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, বর্তমানে দেশ ও জাতি একটা কঠিন সময় অতিবাহিত করছে। এর থেকে উত্তরণ এখনকার বড় চ্যালেঞ্জ। ঐক্য বাংলাদেশের জন্য সবসময়ই শক্তি। বাঙালি তাদের সকল আন্দোলন সংগ্রামে চরম সফলতা পেয়েছে যখন সমগ্র জাতি ঐক্যবদ্ধ হতে পেরেছে।

জিএম কাদের বলেন, এখন আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, অহেতুক দ্বন্দ্ব ঐক্য বিনষ্ট করছে। এমন বিভাজন দেখছি যা সমাজকে ক্ষত-বিক্ষত করছে। এমন কার্যকলাপ চোখে পড়ছে যা আমাদের সমৃদ্ধ ও সহনশীল ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

জাপা চেয়ারম্যান বলেন, আমরা যে বাংলাদেশকে চিনি এবং ভালোবাসি সেখানে এমন ঘটনা অনভিপ্রেত। আমাদের জনগণ সর্বদা শান্তি, সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধার মূল্য দিয়েছে। আমাদের অবশ্যই ঐক্যের পথকে নতুন করে আবিষ্কার করতে হবে। এই যাত্রা শুরু করার জন্য পবিত্র রমজান মাসের চেয়ে আর কী ভালো সময় হতে পারে? আসুন রমজান অনুপ্রাণিত করে, এমন সহানুভূতির, সমঝোতার, বন্ধুত্বের চেতনাকে আমরা আলিঙ্গন করি। আসুন আমরা একসাথে হাতে হাত মিলিয়ে বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে কাজ করি। এমন একটি ভবিষ্যৎ যেখানে শান্তি ও সম্প্রীতি বিরাজ করবে। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ও সহনশীল হব।

কূটনৈতিকদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, ব্রিটিশ হাইকমিশনার সারা কুক, চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশে নিযুক্ত নরওয়ে রাষ্ট্রদূত, রাশিয়ার উপ রাষ্ট্রদূত, নেপালের ফাস্ট সেক্রেটারি, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সুইডেন, জার্মানি, ইইউ, ইরান, কসোভো, ইতালি, আর্জেন্টিনা, ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূতরা।


বিজ্ঞাপন


রাজনীতিবিদদের মধ্যে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, জাসদ (ইনু) যুগ্ম সম্পাদক- মো. মহসিন, ভাইস প্রেসিডেন্ট জুয়েল রহমান, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাহমুদুল হক হাফেজ্জী, বিশিষ্ট শিক্ষাবিদ ও জানিপপের চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

জাতীয় পার্টির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো- চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এটিইউ তাজ রহমান, আব্দুর রশিদ সরকার, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ।

বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub