শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

পায়ে ব্যথা পেয়েছেন নাহিদ ইসলাম!

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ০২:৩৪ পিএম

শেয়ার করুন:

loading/img

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সিলেটে যাওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র আলোচনা চলছে। আলোচিত ব্যবসায়ী মাহতাবুর রহমান নাসিরের সিলেটের ব্যবসাপ্রতিষ্ঠান আল হারামাইন হাসপাতালে যাওয়াকে কেন্দ্র করে এই আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে নাহিদ ইসলাম পায়ে আঘাত পেয়ে চিকিৎসা নিতে সেখানে যান বলে জানিয়েছেন হাসপাতালের জিএম পারভেজ আহমদ।

গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে সস্ত্রীক সিলেটে পৌঁছে নাহিদ ইসলাম নগরীর সোবহানিঘাট এলাকার আল হারামাইন হাসপাতালে যান। বিষয়টি শুক্রবার (৪ এপ্রিল) প্রকাশ্যে আসে।


বিজ্ঞাপন


সম্প্রতি ব্যবসায়ী নাসেরের বিরুদ্ধে বিভিন্ন দেশে হুন্ডি ব্যবসাসহ সিলেটে তার বাসা কাজী ক্যাসলে আওয়ামী লীগের নেতাদের আশ্রয় দেওয়া নিয়ে আলোচনায় আসেন তিনি। এ অবস্থায় তার ব্যবসাপ্রতিষ্ঠানে নাহিদ ইসলামের অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

তবে হাসপাতালের জিএম পারভেজ আহমদ গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার পায়ে আঘাত পেয়ে হাসপাতালে এসেছিলেন নাহিদ। অর্থোপেডিক্স ডাক্তার দেখিয়ে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

এনসিপি সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা সোয়া ২টার দিকে ইউএস-বাংলার ফ্লাইটে (বিএস-৫৩৫) স্ত্রীসহ ঢাকা থেকে সিলেট আসেন নাহিদ ইসলাম। পরে বিকেল ৩টার দিকে সিলেট নগরীর সোবহানীঘাট এলাকায় অবস্থিত আল হারামাইন হাসপাতালে যান। সেখানে ঘণ্টাখানেক অবস্থানের পর সড়কপথে মৌলভীবাজারে উদ্দেশ্যে রওয়ানা হন।


বিজ্ঞাপন


শুক্রবার (৪ এপ্রিল) রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি শ্রীমঙ্গলের একটি রিসোর্টে অবস্থান করছিলেন। শনিবার (৫ এপ্রিল) তিনি ঢাকায় ফিরে যাবেন বলে জানা যায়।

এদিকে এনসিপির কেন্দ্রীয় নেতা তরিকুল ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেন- জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলাম সস্ত্রীক ২ দিনের পারিবারিক সফরে সিলেট যান। সিলেট যাওয়ার পথে পায়ে গুরুতর ফ্র্যাকচার হওয়ায় সিলেট থেকে মৌলভীবাজার যাওয়ার পথে আল-হারামাইন হাস্পাতালে পায়ের ফ্র্যাকচারের জন্য ইমিডিয়েটলি চিকিৎসা নিতে হয় এবং পায়ে প্লাস্টার করা হয়। হারমাইন হাসপাতালে চিকিৎসা নেয়াকে কেন্দ্র করে বিষয়টিকে হারামাইন গ্রুপের কর্ণধারের সাথে সখ্যতাসহ নানান গুজব ছড়িয়ে দেয়া হচ্ছে। এসব গুজবে কেউ কান দিবেন না। সে চিকিৎসা নেয়ার জন্য হাসপাতালে গিয়েছে। সেখানে যদি কেউ দেখা করেও থাকে সেটা নাহিদ ইসলামের কোন দোষ নয়। যদি নাহিদ ইসলাম কোন ব্যবসায়ীর সাথে দেখা করতো তাহলে নিশ্চয়ই এভাবে দেখা করতো না এতটুকু আমাদের গত ৮ মাসে নাহিদ ইসলামের পলিটিকাল ম্যাচিউরিটি দেখে বুঝার কথা। নাহিদ ইসলামের সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর