দেশের জনগণ দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
শনিবার (৫ এপ্রিল) দুপুরে রাজধানী পল্লবীর কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
আমিনুল হক বলেন, আমরা আশা করি আগামী ডিসেম্বরের ভিতরেই বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে দেশের নতুন এবং পুরাতন ভোটার সকলেই ভোট দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে স্বৈরাচার আওয়ামী সরকারের সময়ে কেউ ভোট দিতে পারে নাই। ঐ সময়ে যারা ভোটার হয়েছিল, তারাও ভোট দিতে পারেনি। মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।
ক্রীড়া বিষয়ক সম্পাদক বলেন, যারা ভোটার হতে এসেছেন। তরুণ ভোটারদের সঙ্গে কথা বলে তাদের মধ্যে ভোট দেওয়ার আগ্রহ দেখলাম। সর্বোপরি ভোটাররা ভোট দিতে চায়। তাদের যে অধিকার, সেই অধিকার তারা প্রয়োগ করতে চায়।
এসময় তিনি আরও বলেন, নাগরিক হিসেবে আমাদের যা করণীয়, সেই দিক থেকে আমরা সার্বিকভাবে নির্বাচন কমিশনের কর্মকর্তাদেরকে সহযোগিতা করছি। পাশাপাশি যারা ভোটার হতে এসেছে তাদেরকেও আমরা সহযোগিতা করছি।
বিজ্ঞাপন
নতুন ভোটারদের প্রতি শুভকামনা ও শুভেচ্ছা জানিয়ে আমিনুল হক বলেন, ভোটার হওয়া হচ্ছে একজন নাগরিকের অধিকার। নাগরিকের সেই অধিকার অবশ্যই তাকে প্রয়োগ করতে দিতে হবে।
এসময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু প্রমুখ।
বিইউ/এফএ