রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে উপজেলা নির্বাচন দরকার’

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩১ এএম

শেয়ার করুন:

loading/img

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, সরকার ইউনিয়ন পরিষদ ছাড়া স্থানীয় সরকার ভেঙে আমলা বসিয়ে দিয়েছে। তাই দেশের বিভিন্ন জেলায় নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল নেই। সরকার চাইলেও এ পরিস্থিতি স্বাভাবিক করতে পারবে না; যতক্ষণ পর্যন্ত ভেঙে যাওয়া স্থানীয় সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের যোগাযোগ পুনরায় তৈরি না হবে। তাই আমাদের একটি পরামর্শ হচ্ছে, রাজনৈতিক অংশীজনদের পরামর্শ ও ঐক্যমতের ভিত্তিতে উপজেলা নির্বাচন দিয়ে দেওয়া।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বরিশাল নগরীর সদর রোডের কীর্তনখোলা মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এবি পার্টির বরিশাল জেলা ও মহানগর শাখার আয়োজনে এ সভা হয়েছে।


বিজ্ঞাপন


ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ হবে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন, প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা কতটুকু। তখন আমরা স্থানীয় সরকার নির্বাচনের ভুলগুলো সমাধান করে কিভাবে সুষ্ঠু জাতীয় নির্বাচন উপহার দেওয়া যায় সেই পদ্ধতি জানতে পারব।

তিনি আরও বলেন, নাগরিক সেবা নিশ্চিত করতে আমাদের আরেকটি পরামর্শ হচ্ছে- রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপি-জামায়াতসহ বিরোধী দলের সাবেক চেয়ারম্যান, কাউন্সিলরদের দায়িত্ব দেওয়া। তাদের প্রশাসক হিসেবে পুনর্বহাল করা যেতে পারে। বাকি জায়গাগুলোতে নাগরিক সমন্বয় কমিটি করে দেন।

বরিশাল প্রসঙ্গে ফুয়াদ বলেন, বাংলাদেশের গরিব জনগোষ্ঠীর ২৬ শতাংশ বরিশালে বাস করে। অথচ শিক্ষায় বরিশাল অন্যান্য বিভাগের চেয়ে অনেক উপরে। বরিশালের ছেলেমেয়েরা শিক্ষায় ভাল করছে, অথচ পেশায় এবং কর্মস্থানে খারাপ করছে কেন? তাই সরকারকে আহ্বান জানাচ্ছি বরিশালকে ধান-নদী-খালের দেশে ফিরিয়ে নিয়ে আসতে। আবার বরিশালের জমিতে তিন ফসল হবে, কৃষকদের ঋণ দেওয়াসহ তাদের গ্রেফতার করা বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, বরিশাল, কক্সবাজার-ভোলাকে ঘিরে পর্যটন কেন্দ্র করা দরকার। এছাড়া বেকারত্ব দূরীকরণে বরিশাল শিল্প এলাকাকে চট্টগ্রাম বন্দরের সঙ্গে সংযুক্ত করতে হবে। এছাড়া ভোলার গ্যাস থেকে আয়ের ত্রিশ শতাংশ দিয়ে ভোলাসহ বরিশাল বিভাগে পরিকল্পিতভাবে ব্যয় করতে হবে। ঢাকা-বরিশাল মহাসড়ককে দুর্ঘটনা এড়াতে ন্যূনতম তিন-চার লেনের সড়ক দরকার। এছাড়া বরিশালের অভ্যন্তরের জেলাগুলোর সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub