রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

গণহত্যার বিচারের দাবি ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পঞ্চগড়ে অবস্থান

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ পিএম

শেয়ার করুন:

loading/img

শেখ হাসিনার ফাঁসির দাবি জানিয়েছেন জুলাই অভ্যুত্থানে পঞ্চগড়ের শহীদ পরিবারের সদস্যরা। সেই সাথে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান। ওয়ারিয়রস অফ জুলাই এবং জুলাই যোদ্ধা ইউনিটি আয়োজিত অবস্থান কর্মসূচীতে এসব কথা বলেন তারা।

রোববার (৬ এপ্রিল) দুপুরে শহীদ মিনারের সামনে ঢাকা-বাংলাবান্ধা মহাসড়কে ঘণ্টাব্যাপী এই অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়। জুলাই, শাপলা এবং পিলখানা গণহত্যার বিচারের দাবি ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


এ সময় কর্মসূচীতে বক্তব্য রাখেন শহীদ সাজু ইসলামের স্ত্রী শারমিন আক্তার, শহীদ সাগরের মা ছখিনা বেগম, শহীদ সুমন ইসলামের বাবা হামিদ ইসলাম, জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আল মাহমুদ, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মাহফুজুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি শাহ পরান, জেলা ওয়ারিয়রস অফ জুলাই এর সদস্য সচিব সাজেদুর রহমান, সংগঠক আতিকুর রহমান, রাব্বু প্রমুখ। অবস্থান কর্মসূচীতে সভাপতিত্ব করেন জেলা ওয়ারিয়রস অফ জুলাই আহ্বায়ক আব্দুল্লাহ আল মাসুদ রানা।

এ সময় বক্তারা বলেন, ‘তপ্ত রৌদ্রে দাঁড়িয়ে জুলাই গণহত্যার খুনি শেখ হাসিনার এখনো বিচার চাইতে হচ্ছে, অথচ তিনি ভারতে আরাম আয়েশে আছেন। এটা হতে পারে না। অনেকেই খুনিদের পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছেন, এটা মেনে নেয়া হবে না।’

 তারা আরও বলেন, ‘শাপলা চত্বরে হাজার হাজার আলেমকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে, পিলখানায় বিডিআর সদস্যদের হত্যা করা হয়েছে। আমরা হত্যার বিচার চাই। আওয়ামী লীগ একটি ভোট চোরের দল, ছাত্র হত্যাকারীর দল। এই দলকে নিষিদ্ধ করতে হবে।’

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর