সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

গাজার জন্য সবাইকে রাজপথে নামার ডাক সারজিসের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫, ০৪:৪৫ পিএম

শেয়ার করুন:

loading/img
বিরানভূমিতে পরিণত হওয়া গাজা এবং ইনসেটে সারজিস আলম। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতার প্রতিবাদে সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বিশ্বব্যাপী গাজাবাসীর জন্য আগামীকাল সোমবার হরতাল পালনের অনুরোধও করেছেন তিনি।

রোববার (৬ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে সারজিস আলম এই আহ্বান জানান।


বিজ্ঞাপন


আরও পড়ুন

যখন এই পোস্ট লিখছি ততক্ষণে গাজার অস্তিত্ব কি মুছে গেছে— প্রশ্ন সিয়ামের

সারজিস আলম লিখেন, ‘গাজার জন্য বিশ্বব্যাপী হরতাল। ৭ এপ্রিল। এদিন বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছেন আমাদের মজলুম গাজাবাসী ভাইবোনেরা। গণহত্যা বন্ধ করার দাবিতে বিশ্বের সব দেশে একযোগে স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস, আদালত সব বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন তারা। কিন্তু মানুষ কিংবা মুসলিম হিসেবে এসব বন্ধ রাখাতেই আমাদের দায়িত্ব সীমাবদ্ধ হওয়া উচিত নয় বরং দল-মত নির্বিশেষে সারা দেশের ছাত্র-জনতা একসঙ্গে রাজপথে নেমে ইসরাইলি খুনিদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত।’

Gaza2
গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত। ছবি: সংগৃহীত

‘আমরা হয়তো এই মুহূর্তে আমাদের গাজার ভাইদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারবো না। কিন্তু তাদের লড়াইয়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে নিজ ভূমির রাজপথে অন্তত নামতে পারবো।’


বিজ্ঞাপন


সারজিস লিখেন, ‘এনসিপি, বিএনপি, জামায়াত; কিংবা অন্য কোনো দলের ব্যানারে নয় বরং দল-মত নির্বিশেষে ‘বাংলাদেশ’ ব্যানারে আগামীকাল আমরা রাজপথে নেমে গাজার গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে পারি। খুনি, রক্তপিপাসু নেতানিয়াহুর বিপক্ষে স্লোগান দিতে পারি।’

আরও পড়ুন

ইনশাআল্লাহ কখনোই গাজা মুছে যাবে না, এটা কোরআনের ওয়াদা: শেখ মাহেদী

জুলাই আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক লিখেন, ‘প্রত্যেক জেলায় ছাত্র-জনতার প্রতিনিধি হিসেবে কয়েকজন মিলে দায়িত্ব নিয়ে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি পালিত হোক। ৭ এপ্রিল কোনো দল-মত, পক্ষের হয়ে নয় বরং বাংলাদেশের পক্ষ হতে গাজার মজলুম মানুষের পক্ষে হোক। মার্চ ফর গাজা। বাংলাদেশ ফর গাজা।’

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন