নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়ে ২৬ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
রোববার (৬ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ র্যাব: ১৪-এর কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
এর আগে শনিবার দিবাগত রাতে দুর্গাপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বুরুঙ্গা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হচ্ছেন - মাদারীপুর জেলার পলাশ মাতুব্বার (৪২), আবুল কাশেম বারি (৬৯) ও রমজান শেখ (৩০)।
র্যাব কর্মকর্তা সামসুজ্জামান জানান, শনিবার রাতে বুরুঙ্গা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি মেরুন রঙের প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। চার কেজি গাঁজা পাওয়ার পর গাড়িতে থাকা ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই ওই এলাকার পলাতক মাদক কারবারি এরশাদুল হকের (৪৫) বাড়িতে অভিযান চালিয়ে তার বসতঘর থেকে আরও ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ ৩০ হাজার টাকা।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একইসাথে মাদকসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ