সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

কসবায় যাত্রীবাহী বাস উল্টে ২৫ জন আহত

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫, ০৩:৪২ পিএম

শেয়ার করুন:

loading/img

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে ২৫ জন আহত হয়েছেন। 

রোববার (৬ এপ্রিল) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার তিনলাখপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।


বিজ্ঞাপন


ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার এসআই মো. সজীব মিয়া জানান, সিলেট থেকে চট্টগ্রামগামী এস আর পরিবহনের একটি যাত্রীবাহী বাস সকালে কসবা উপজেলার তিনলাখপীর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। 

এ সময় স্থানীয়রা বাসের মধ্যে থাকা যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় প্রায় ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর