শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

‘শ্রদ্ধা কাপুরের হাসি পেত্নির মতো’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৫, ০৬:৩৪ পিএম

শেয়ার করুন:

loading/img

বলিউডের আর দশজন তারকার চেয়ে আলাদা শ্রদ্ধা কাপুর। আড়ম্বর জীবন যাপন করেন না অভিনেত্রী। বলিউড স্টার কিড হওয়ায় সইতে হয়েছে তীব্র সমালোচনা। এমনকি অট্টহাসির জন্যও কটাক্ষের শিকার হয়েছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে, অভিনেত্রীর হাসিকে ডাইনির হাসির সঙ্গে তুলনা করেছেন স্ত্রী-২ ছবির প্রযোজক দীনেশ বিজানে। 

‘ভালো মেয়ে’র মুখোশ পরে থাকেন শ্রদ্ধা কাপুর! 


বিজ্ঞাপন


গত বছর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল স্ত্রী-২। মুক্তির পর বক্স অফিস কাঁপিয়ে দেয় ছবিটি। ছবিতে শ্রদ্ধা কাপুরের অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। তারপর থেকে জোর আলোচনা শুরু হয় কোন যাদুতে এতো দর্শকপ্রিয়তা অর্জন করেছে ছবিটি।

475058713_1172045944288893_4880565856544699320_n

কাজের নৈতিকতা নিয়ে আমি বাবার সঙ্গে আলোচনা করি: শ্রদ্ধা কাপুর

সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে শোনা গেছে ছবির পরিচালক অমর কৌশিক বলছেন, “এই ছবিতে শ্রদ্ধাকে বেছে নেওয়ার কৃতিত্ব পুরোটাই প্রযোজক দীনেশ বিজনের।একবার বিমানে অভিনেত্রীর সহযাত্রী ছিলেন প্রযোজক। বিমানের পুরো সময়টা কথা বলতে বলতে আসেন। তারপরেই আমাকে জানিয়েছিলেন, বাস্তবেও শ্রদ্ধা পুরো পেত্নির মতো হাসেন! ঠিক যেমন ছবির পেত্নির হাসার কথা। এরপর পরিচালক ও প্রযোজকের পরামর্শে শ্রদ্ধাকে এই ছবির নায়িকা হিসেবে নির্ধারণ করা হয়।”


বিজ্ঞাপন


118653262_3208422179277936_9024336492296264411_n

প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ ছবি ফাঁস শ্রদ্ধা কাপুরের

শ্রদ্ধা কাপুর ডাইনির মতো হাসেন। এই কারণে তাকে স্ত্রী সিনেমায় অভিনয়ের সুযোগ দেওয়া হয়। প্রযোজক দীনেশ বিজনের এমন মন্তব্যের জেরে ক্ষোভ ঝাড়ছেন অভিনেত্রীর ভক্তরা। ওই ভিডিওর মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘শ্রদ্ধা ছবি হিট করানোর জন্য অক্লান্ত পরিশ্রম করছেন।আর তার নামেই প্রকাশ্যে বদনাম করছেন!’ অন্য একজন লিখেছেন, ‘একজন পুরুষ সহকর্মী মহিলা সহকর্মীকে যা তা কথা বলে প্রকাশ্যে অসম্মান করছেন। শ্রদ্ধার ভাল সহকর্মী পাওয়া উচিত ছিল।’

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর