শেরপুর সীমান্তের বালু কারবারি 'ডন মাসুদ' ওরফে 'বালু মাসুদ' দীর্ঘ দিন ধরাছোঁয়ার বাইরে থাকলেও অবশেষে র্যাবের জালে ধরা পড়েছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও রাজনৈতিক নেতাদের নাম ভাঙিয়ে এলাকায় দাপটের সঙ্গে ঘোরাফেরা করেন। এরপরও সম্প্রতি হঠাৎ আত্মগোপনে চলে যান তিনি। অবৈধ বালু উত্তোলন ও জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজ তৈরি করে বালু পাচার এবং সাংবাদিকদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় র্যাব-১৪ গতকাল রাতে তাকে গ্রেফতার করে আজ রোববার সকালে শ্রীবরদী থানায় হস্তান্তর করেন।
রোববার (৬ এপ্রিল) তাকে শেরপুর আদালতে হাজির করা হয়।
বিজ্ঞাপন
এদিকে বালু মাসুদের উপযুক্ত বিচারের দাবিতে আদালত প্রাঙ্গণে শতাধিক শিক্ষার্থী, পরিবেশবাদী ও সচেতন নাগরিক মানববন্ধন করেন।
ব্যারিস্টার শাহাদাত হোসেন জিকুর নেতৃত্বে মানববন্ধনে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সুলতান মাহমুদ, শাকিল, ইসমাইল, শাকিল হাসান, মনিরুজ্জামান মনির, সাজ্জাদ হোসেন, মাজহারুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় তারা ডন মাসুদসহ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন। তারা গারো পাহাড় রক্ষায় এসব বালুখেকো, ভূমি-খেকোদের উপযুক্ত শাস্তি চান।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, আজ রোববার সকাল সাড়ে ৯টার সময় র্যাব-১৪ অবৈধ বালু ব্যবসায়ী মাসুদকে শ্রীবরদী থানায় হস্তান্তর করেন। আমরা সাড়ে ১১টার সময় তাকে আদালতে সোপর্দ করেছি।
প্রতিনিধি/ এমইউ