আস্ত একটি দ্বীপ। মানুষের বসবাসের সব কিছুই যেনো আছে। কিন্তু তারপরও কেউ সেখানে যায়। আর কেউ যদি যায়ও তবে জীবিত ফিরে আসার সম্ভাবনা খুবই কম। বলা হচ্ছে ইতালির ভেনিসের কাছে পোভেগ্লিয়া নামে একটি ছোট দ্বীপের কথা।
এই দ্বীপ নিয়ে এমন ভয়াবহ গল্প আছে, যা শুনলে মানুষ সেখানে যেতে ভয় পাবে। এই দ্বীপে যারা গেছে, তারা জীবিত ফিরে আসেনি!
বিজ্ঞাপন
আরও পড়ুন: সমুদ্র সৈকতে ঝিনুক-পাথর কুড়ালেই যেতে হবে জেলে
পোভেগ্লিয়া দ্বীপের ইতিহাস খুবই বেদনাদায়ক। ১৪ শতকে প্লেগ মহামারি ছড়িয়ে পড়লে এই দ্বীপটি প্লেগে আক্রান্ত ব্যক্তিদের আলাদা রাখার জন্য ব্যবহার করা হয়েছিল।
পৃথিবীতে অনেক রহস্যময় দ্বীপ রয়েছে, যার মধ্যে একটি পাবেন ইতালিতে। এর নাম পোভেগ্লিয়া। এই দ্বীপের অনেক রহস্য আছে, যা কেউ জানে না। আসলে যে এখানে যায় সে আর জীবিত ফিরে আসে না।
বিজ্ঞাপন
পোভেগ্লিয়া দ্বীপে লাখ লাখ মানুষকে জড়ো করে জীবন্ত পুড়িয়ে মারা হয়। তাই এই দ্বীপকে ‘প্লেগ আইল্যান্ড’ও বলা হয়।
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে ছোট নদী: পার হতে লাগে কয়েক মিনিট
প্লেগ মহামারীর পরে এই দ্বীপটি বহু বছর ধরে খালি পড়ে ছিল। ১৯ শতকে এখানে একটি মানসিক হাসপাতাল নির্মিত হয়েছিল। বলা হয়, এই হাসপাতালে রোগীদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হয়। তাদের ওপর অত্যাচার করা হতো আবার কখনো জীবন্ত কবর দেওয়া হতো।
কথিত আছে, প্লেগে মৃত মানুষ এবং মানসিক হাসপাতালে মৃতদের আত্মা এই দ্বীপে ঘুরে বেড়ায়। এই দ্বীপে যারা এসেছেন তারা অদ্ভুত ঘটনার কথা বলেছেন। যেমন তাপমাত্রার হঠাৎ পরিবর্তন, কণ্ঠস্বর শোনা এবং অন্ধকারে কাউকে দেখা।
ফ্রান্সের সরকার কাউকে এই দ্বীপে যেতে নিষেধ করেছে। কেউ এই দ্বীপে গেলে অসুস্থ হয়ে পড়ে বা হঠাৎ করে কোনও কারণে মারা যায়। সেই কারণে প্রশাসন এখানে যেতে না করেছে।
তথ্যসূত্র: এপিবি
এজেড