মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

প্রেমে পড়েছেন অক্ষয়-পুত্র! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৫, ০৫:০৬ পিএম

শেয়ার করুন:

loading/img

শাহরুখ, সাইফ আলী খানদের ছেলে মেয়েদের প্রেমের খবর শোনা যেত এতদিন। এবার যোগ হলো অক্ষয় কুমারের নাম। তার ছেলে আরবের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে বলিউড জুড়ে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি, একটি অনুষ্ঠানের শেষে আরব কুমারের সঙ্গে একই গাড়িতে উঠতে দেখা যায় এক রহস্যময়ীকে। নেটপাড়ার গুঞ্জন, প্রেমে পড়েছেন অক্ষয়-পুত্র। যদিও আরবের প্রেমিকার পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি। 


বিজ্ঞাপন


অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্নার ছেলে আরব ছোট থেকেই লাইম লাইটের বাইরে থাকেন। বিনোদন জগৎ থেকে বরাবরই ছেলেকে দূরে রেখেছিলেন অক্ষয়-টুইঙ্কেল। কিন্তু বর্তমানে বলিউডের নানা অনুষ্ঠানে দেখা যায় আরবকে। 

অক্ষয় অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‘স্কাই ফোর্স’। ছবিটি পরিচালনা করেছেন সন্দীপ কেওলানি ও অভিষেক অনিল কাপুর। এতে অক্ষয় ছারাও অভিনয় করেছেন বীর পাহাড়িয়া, সারা আলি খান, নিমরত কৌর প্রমুখ। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub