বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

বিদেশে উচ্চশিক্ষা

২০২৫ সালে উচ্চশিক্ষার জন্যে যেসব দেশে যেতে পারেন

অভিবাসন ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪, ০২:৪৮ পিএম

শেয়ার করুন:

loading/img

নতুন বছরকে ঘিরে অনেকেরই মনে নতুন স্বপ্ন উঁকি দিচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে অনেকেই ২০২৫ সালে নিজেকে বিদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেখতে চাইছেন। ইতিমধ্যে তাদের প্রচেষ্টাও শুরু হয়েছে। আপনিও যদি নতুন বছরে নতুন দেশে থাকতে চান তবে এই প্রতিবেদন আপনার জন্য।

জানুন ২০২৫ সালে কোন কোন দেশে পড়তে যেতে পারেন-


বিজ্ঞাপন


চীন

সভ্যতা, শিক্ষা ও সংস্কৃতিতে এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ চীন। আর্থ-সামাজিক দিক থেকেও দেশটিতে জীবনধারণের মান এশিয়ার অন্যান্য দেশ থেকে অনেকটা উন্নত। দেশটির অপরাধ সূচক ২৪ দশমিক ৪ এবং শান্তি সূচক ২ দশমিক ১০১।

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষার জন্য কোন দেশ ভালো?

গোটা এশিয়ায় স্বনামধন্য বিদ্যাপীঠ পিকিং ইউনিভার্সিটি ওয়ার্ল্ড কিউএস র‍্যাংকিং-এ ১৭ নম্বরে রয়েছে। সিংহুয়া ইউনিভার্সিটির অবস্থান ২৫ এবং ঝেজিয়াং ইউনিভার্সিটি রয়েছে ৪৪ নম্বরে। ৫০তম স্থানে আছে ফুডান ইউনিভার্সিটি আর তার পরেরটি সাংহাই জিয়াও টং ইউনিভার্সিটি।


বিজ্ঞাপন


study

আমেরিকা

বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ের জন্য আমেরিকা বিখ্যাত। বিভিন্ন ধরনের অ্যাকাডেমিক প্রোগ্রাম চালু থাকে বছরভর। এটাই মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বের উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। ছাত্রছাত্রীরাও আমেরিকায় পড়তে যাওয়ার জন্য মুখিয়ে থাকেন।

ইংল্যান্ড

অ্যাকাডেমিক ঐতিহ্যের সুনাম রয়েছে ইংল্যান্ডের। এ দেশেই অক্সফোর্ড, কেমব্রিজের মতো প্রাচীন বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। প্রতি বছর সারা বিশ্ব থেকে কয়েক লাখ পড়ুয়া এখানে আসেন।

কানাডা

কানাডা তার পরিবেশের জন্য বিখ্যাত। শুধু প্রাকৃতিক পরিবেশ নয়, অনুকূল শিক্ষার পরিবেশ রয়েছে এখানে। বিষয় বৈচিত্রেও অতুলনীয়। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কানাডা হয়ে উঠেছে আদর্শ গন্তব্য।

study1

অস্ট্রেলিয়া

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অস্ট্রেলিয়া। এখানকার বিশ্ববিদ্যালয়গুলোও বিশ্বমানের। এর সঙ্গে যোগ হয়েছে ব্যতিক্রমী জীবনযাত্রার অভিজ্ঞতা। সবমিলিয়ে পড়ুয়াদের কাছে অস্ট্রেলিয়া হয়ে উঠেছে আকর্ষণীয় গন্তব্য।

জার্মানি

জার্মানির ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোর জগৎজোড়া সুনাম। সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে টিউশন ফি নেওয়া হয় না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খরচ খুব বেশি নয়। তাই অনেক পড়ুয়াই উচ্চমানের সাশ্রয়ী শিক্ষার জন্য জার্মানিকে বেছে নেন।

ফ্রান্স

ফ্রান্স মানে সাংস্কৃতিক ঐতিহ্য। গান, ছবি আঁকা, থিয়েটার, সাহিত্যের মুক্ত অঙ্গন। এখানকার রান্নাও জিভে লেগে থাকে। সমৃদ্ধ শিক্ষার পাশাপাশি এখানকার ঐতিহ্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রধান আকর্ষণ।

আরও পড়ুন: চীনে পড়তে যেতে চাইলে এসব তথ্য আপনার জানা প্রয়োজন

জাপান

জাপান অত্যাধুনিক প্রযুক্তি এবং গবেষণার জন্য বিখ্যাত। হেন কোনও যন্ত্র নেই যা জাপানিরা বানায়নি। বহু প্রাচীন বিশ্ববিদ্যালয় রয়েছে। মানসম্পন্ন শিক্ষার জন্য জাপানের সুনামও কম নয়।

study_main

নেদারল্যান্ড

প্রগতিশীল শিক্ষা ব্যবস্থার জন্য নেদারল্যান্ড বিখ্যাত। পড়াশোনা হয় মূলত ইংরেজিতে। একাধিক অ্যাকাডেমিক প্রোগ্রাম চালু থাকে বছরভর।

সুইডেন

সুইডেনে উদ্ভাবনী শক্তির উপর জোর দেওয়া হয়। জীবনযাত্রার মানও ভালো বিশ্বমানের বিশ্ববিদ্যালয় রয়েছে।

নিউজিল্যান্ড

বিদেশি শিক্ষার্থীদের জন্য নিউজিল্যান্ডের মতো নিরাপদ দেশ আর দুটি নেই। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যও অতুলনীয়। একাধিক আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় রয়েছে। এ দেশের মানুষও অতিথিপরায়ণ।

বিদেশে পড়তে যেসব কাগজপত্র লাগবে

কোন দেশে যাবেন সেটি ঠিক করার পর আপনার প্রথম কাজ হবে স্কলারশিপ এবং উচ্চশিক্ষায় যাওয়ার আবেদন করতে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা।

১. পাসপোর্ট
২. জন্ম নিবন্ধন সার্টিফিকেট
৩. জাতীয় পরিচয়পত্র (যদি থাকে)
৪. এসএসসি'র সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট এবং টেস্টিমোনিয়াল
৫. এইচএসসি'র সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট ও টেস্টিমোনিয়াল
৬. পাসপোর্ট সাইজের ছবি
৭. স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) লেটার
৮. লেটার অব মোটিভেশন
৯. লেটার অব রিকমেন্ডেশন
১০. আইইএলটিএস/টোফেল/ভাষাগত দক্ষতার সার্টিফিকেট (আপনার স্নাতকের ভাষা যদি ইংরেজি হয় তাহলে স্নাতকোত্তর করতে যেতে চাইলে আপনার পড়াশোনার মাধ্যম যে ইংরেজি ছিল সেটির একটি সার্টিফিকেট আপনার বিশ্ববিদ্যালয় থেকে নিতে হবে। এটিকে মিডিয়াম অব ইন্সট্রাকশন বা এমওআই বলে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর