শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ঢাকা

বিশ্বের সবচেয়ে ছোট নদী: পার হতে লাগে কয়েক মিনিট

অভিবাসন ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৪, ০২:৫৪ পিএম

শেয়ার করুন:

RIVER

আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে/ বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে— ছেলেবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমাদের ছোট নদী পড়েননি এমন বাঙালি খুঁজেই পাওয়া যাবে না হয়তো। রবি ঠাকুরের কবিতার মতোই ছোট এক নদীর সন্ধান মিলল।  

বিশ্বের সবচেয়ে ছোট নদীটি বয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টানা রাজ্যের মধ্য দিয়ে। নদীর নাম রো। এই নদীর দৈর্ঘ্য মাত্র ২০১ ফিট বা ৬১ মিটার। নদী পার হতে লাগবে মাত্র কয়েক মিনিট।


বিজ্ঞাপন


river-inner

বিশ্বের দীর্ঘতম নদীগুলোর খোঁজ অনেকেই রাখেন। মিশরের নীল নদ, দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী, মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপিসহ দীর্ঘতম নদীর তালিকা নেহাত কম নয়। 

river

বিশ্বের ক্ষুদ্রতম নদীটি পেরোতে ঘণ্টাখানেক মতোই সময় লাগে। তবে এই নদী ভারতে নয়, রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টানা প্রদেশে। নদীর দৈর্ঘ্য শুনে হেসে ফেলবেন।


বিজ্ঞাপন


পৃথিবীর সবচেয়ে ছোটো নদীটি এখান দিয়েই বয়ে যায়

বিশ্বের ক্ষুদ্রতম নদীটি আমেরিকার মন্টানা রাজ্য দিয়ে প্রবাহিত হয়েছে। অবশ্য বিশ্বের ক্ষুদ্রতম নদী রো ছাড়াও এখান দিয়ে বয়ে গেছে আমেরিকার সবচেয়ে বড় নদী মিসৌরি। আর মজার কথা হল বিশ্বের সবচেয়ে ছোট নদীটি বয়ে গেছে আমেরিকার সবচেয়ে বড় নদীর খুব কাছ দিয়েই। 

river-4

শিক্ষক-শিক্ষার্থীরা চালিয়েছিলেন প্রচার

এই নদী সম্পর্কে একটি মজার আন্দোলনের কথা অনেকেই হয়তো জানেন না। ১৯৮০ সালে লিংকন স্কুল এলিমেন্টারির শিক্ষক সুসান নারডিঙ্গার নেতৃত্বে এই নদীর হয়ে প্রচার চালিয়েছিল একদল পঞ্চম শ্রেণির পড়ুয়া। তাদের দাবি ছিল, বিশ্বের সবচেয়ে ছোটো নদী হিসেবে রো নদীর নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তুলতে হবে। কঠোর আন্দোলনের পর তাদের অভিযান সফল হয়।

roe

অতীতে এই পালক ছিল আরেকটি নদীর মুকুটে

এই নদীটি ১৯৮৯ থেকে ২০০০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে ছোটো নদীর মর্যাদা পায়। এর আগে এই শিরোপাটি ছিল অরেগনের ডি রিভারের নামের আগে। ডি রিভারের দৈর্ঘ্য ৪৪০ ফিট। সেখানে রো নদীটি তার থেকে অনেক ছোটো। এই অবস্থায়, রো নদী এবং ডি নদীর মধ্যে কোনটি বেশি ছোটো এবং কাকে খেতাব দেওয়া হবে তা নিয়ে শুরু হয় বিতর্ক। বিতর্কের জেরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তরফে এই খেতাব দেওয়াই বন্ধ করে দেওয়া হয়। যদিও বর্তমানে ক্ষুদ্রতম নদী হিসেবে রো-ই স্বীকৃতি পেয়েছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর