২০২৪ সালে জার্মানিতে আশ্রয়ের আবেদনের সংখ্যা তার আগের বছরের তুলনায় প্রায় এক তৃতীয়াংশ কমেছে বলে দেশটির অভিবাসন ও শরণার্থী বিষয়ক দপ্তরের পক্ষ থেকে জানানো হয়৷ খবর ইনফো মাইগ্রেন্টেসের।
২০২৪ সালে ইউরোপের দেশ জার্মানিতে আশ্রয়ের জন্য মোট দুই লাখ ২৯ হাজার ৫৭১টি আবেদন জমা পড়েছে বলে জানায় দেশটির ফেডারেল অফিস ফর মাইগ্রেশন অ্যান্ড রিফিউজি (বিএএমএফ)৷
বিজ্ঞাপন
সরককারের তথ্য মতে, ২০২৪ সালে মোট আশ্রয়ের আবেদনের সংখ্যা ২০২৩ সালের তুলনায় এক লাখ কম৷ সেই হিসেবে ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে ৩০ দশমিক ২ ভাগ আবেদন কম জমা পড়েছে৷
২০২৪ সালে আশ্রয়ের আবেদনকারীদের মধ্যে সিরিয়া, আফগানিস্তান এবং তুরস্কের নাগরিক বেশি৷
আবেদনের সংখ্যা এক তৃতীয়াংশ কমলেও ২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আশ্রয়ের আবেদন জমা পড়েছে জার্মানিতে৷ তালিকায় এরপর রয়েছে যথাক্রমে স্পেন, ফ্রান্স এবং ইটালি৷
বিজ্ঞাপন
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফ্যাজার বলেন, ‘আমরা অনিয়মিত অভিবাসন ব্যাপকভাবে কমিয়ে আনতে পেরেছি৷ জার্মান সীমান্তে নজরদারির মাধ্যমে ‘আমরা পাচারের রাস্তাগুলো আটকে দিতে পেরেছি৷’
সুরক্ষা সুবিধায় অর্ধেকের কম আবেদনকারী
সরকারের পরিসংখ্যান অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোর হিসেব বিবেচনায় নিয়ে বলা যায়, ২০২৪ সালে জার্মানিতে করা আশ্রয় আবেদনের সংখ্যা সপ্তম সর্বোচ্চ৷
সাম্প্রতিক সময়ে জার্মানিতে ২০১৬ সালে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছিল৷ ওই বছর সাত লাখ ৪৫ হাজার ৫৪৫টি আবেদন জমা পড়ে৷ মূলত সিরিয়া থেকে আসা শরণার্থীদের উপস্থিতির কারণে ওই বছর আবেদনের সংখ্যা বেশি ছিল৷
এদিকে চলতি বছর জমা পড়া আশ্রয় আবেদনের মধ্যে অর্ধেকের কম আবেদনকারীকে সুরক্ষা সুবিধা প্রদান করেছে জার্মান সরকার৷ আবেদনেকারীদের মধ্যে ৪৪ ভাগ ব্যক্তিকে সুরক্ষা সুবিধায় আশ্রয় দেওয়া হয়েছে৷ তালিকায় প্রথম অবস্থানে রয়েছে সিরিয়ার নাগরিকেরা৷ দেশটির আবেদনকারীদের ৮৩ ভাগ সুরক্ষা সুবিধা পেয়েছেন৷ দ্বিতীয় অবস্থানে আফগানিস্তান, ৭৪ দশমিক ৭ ভাগ৷
তথ্যসূত্র: ইনফো মাইগ্রেন্টস
এজেড