শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিমানবন্দরে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে ৭ সদস্যের কোর কমিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ০৬:৪০ পিএম

শেয়ার করুন:

বিমানবন্দরে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে ৭ সদস্যের কোর কমিটি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। সংগৃহীত ছবি

দেশে ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে সাত সদস্যের কোর কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির জরুরি বৈঠক শেষে তিনি এ কথা জানান।
 
উপদেষ্টা জানান, এই কমিটি পরবর্তীতে ১২-১৪ জনে উন্নীত হতে পারে। কমিটি আগামী ৫ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দেবে।


বিজ্ঞাপন


আগুন লাগার ঘটনায় কোনো দুরভিসন্ধি বা ইচ্ছাকৃতভাবে নাশকতা ঘটানোর চেষ্টা আছে কিনা কিংবা আগুন আরও দ্রুত নির্বাপন করা যেত কিনা তা তদন্তের পর জানা যাবে বলে জানান তিনি।

আগুন নির্বাপনে সরকারি সক্ষমতা ও প্রতিষ্ঠানের দায়ও তদন্ত করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, আগুন লাগার মতো ঘটনাগুলোতে প্রযুক্তিগত সক্ষমতা ও অক্ষমতা নিয়ে আলোচনা হয়েছে। সীমাবদ্ধতা কিনা তদন্ত করে জানা যাবে।

তিনি বলেন, আগুন লাগার ঘটনা তদন্তের ক্ষেত্রে সরকারের কারিগরি ঘাটতি আছে। সিভিল এভিয়েশনের ফায়ার সেফটি ছিল, কিন্তু নির্বাপন করার সক্ষমতা ছিল না।
 
উল্লেখ্য, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে শনিবার ‍দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৭ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বিমান ওঠানামা। পরে রাত ৯টার দিকে বিমান চলাচল আবারও শুরু হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় শত শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
 
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম ইপিজেডের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। টানা ১৭ ঘণ্টা জ্বলার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এছাড়া বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের ঘাটাইলে একটি সুতার মিলে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি হয়েছে।

তারও আগে গত ১৪ অক্টোবর মিরপুরের রূপনগরে একটি কেমিক্যাল গোডাউন এবং পোশাক কারখানায় আগুন লাগে। মিরপুরের ওই অগ্নিকাণ্ডে ১৬ জন প্রাণ হারায়।


বিজ্ঞাপন


এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর