শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাকাগামী ফ্লাইটগুলো নামছে কোথায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ০৬:১২ পিএম

শেয়ার করুন:

US bangla
ইউএস বাংলা এয়ারলাইনসের একটি বিমান (ফাইল ছবি)

হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। তবে পূর্ব নির্ধারিত ফ্লাইটগুলো চট্টগ্রামসহ বিভিন্ন বিমানবন্দরে অবতরণ করছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। 

শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরে আগুনের ঘটনা ঘটে। কার্গো ভিলেজের যে অংশে আগুন লেগেছে সেখানে আমদানি করা পণ্য মজুত রাখা হয়। 


বিজ্ঞাপন


-d7cd4a9e0c15d0aa6b437207bc8d8ccf
শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগে। ছবি: সংগৃহীত

বিমানবন্দর সূত্র জানায়, ঢাকা থেকে কুয়ালালামপুরগামী বাটিক এয়ারের ওডি–১৬৩ ফ্লাইট এবং ঢাকা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর ৬ই–১১১৬ ফ্লাইট ট্যাক্সিওয়েতে অপেক্ষা করছে।

ব্যাংকক থেকে ঢাকায় আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণ করেছে চট্টগ্রামে। দিল্লি থেকে ঢাকায় আসা ইন্ডিগো ফ্লাইট অবতরণ করেছে কলকাতায়। এয়ার এরাবিয়ার শারহাজ থেকে ঢাকা আসা চট্টগ্রামে অবতরণ করেছে। হংকং থেকে ঢাকা আসা ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের বিমানটি অবতরণ না করতে পেরে আকাশে ঘুরছে। 

S_Lead_20251018_154410998
শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগে। ছবি: সংগৃহীত

এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর থেকে ঢাকাগামী ফ্লাইটটি ঢাকায় অবতরণ না করে চট্টগ্রামে অবতরণ করেছে। একইভাবে ইউএস–বাংলা এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ফ্লাইট উড্ডয়নের পর পুনরায় চট্টগ্রামে ফিরে গেছে।
 
এএসএল/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর