শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শাহজালালে অগ্নিকাণ্ড: নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন চায় ঢাকা চেম্বার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৩৪ পিএম

শেয়ার করুন:

শাহজালালে অগ্নিকাণ্ড: নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন চায় ঢাকা চেম্বার

রাজধানীতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে গতকাল (১৮ অক্টোবর) সংঘটিত অগ্নিকাণ্ডে গভীর উদ্বেগ জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সংগঠনটি দেশের প্রধান এই বিমানবন্দরসহ অন্যান্য বন্দরসমূহে অগ্নি-নিরাপত্তা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

আজ রোববার সংগঠনটির পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।


বিজ্ঞাপন


বিবৃতিতে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, এই বিমানবন্দর শুধুমাত্র যাত্রী পরিবহন নয়, আন্তর্জাতিক বাণিজ্যে পণ্য আমদানি-রফতানির জন্য দেশের ব্যবসায়ী সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই এই ধরনের অগ্নিকাণ্ড স্থানীয় ও বিদেশি উদ্যোক্তাদের মধ্যে অনিরাপত্তা ও অনিশ্চয়তার মনোভাব তৈরি করে, যা দেশের বৈশ্বিক বাণিজ্য ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তিনি আরও বলেন, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা উদ্যোক্তাদের আস্থা ও ব্যবসা পরিচালনা কার্যক্রমকে সংকটে ফেলবে। সাপ্তাহিক ছুটিতে কার্গো খালাস প্রক্রিয়া বন্ধ থাকায়, অপেক্ষমাণ পণ্যে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের জন্য দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছে ডিসিসিআই।

ডিসিসিআই সভাপতি মনে করেন, দেশের ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করতে বিমানবন্দরের কার্গো ভিলেজে পণ্য খালাস প্রক্রিয়া ছুটির দিনেও অব্যাহত রাখা উচিত।

একই সঙ্গে অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত আরোগ্য কামনা করে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার।


বিজ্ঞাপন


এমআর/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর