ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যারা দিয়ে বিদেশ যাবেন, টিকিট ও পাসপোর্ট আছে এমন যাত্রীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান ডিএমপি উত্তরার ডিসি মহিদুল ইসলাম।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘যারা বিদেশ যাবেন টিকিট ও পাসপোর্ট আছে, তারা দুই গেইটে পুলিশ সদস্যদেরকে দেখালেই প্রবেশ করতে দেওয়া হবে। সেইসঙ্গে কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না। যাদের টিকিট আছে তাদেরকে সহযোগিতা করবে পুলিশ।’

যাদের রাতের টিকিট কাটা আছে তাদের উদ্দেশ্য তিনি বলেন, ‘আমরা সব পুলিশ অফিসারকে বলে দিয়েছি, গেইটে টিকিট আর পাসপোর্ট দেখালে প্রবেশ করতে দেবে।’
মহিদুল ইসলাম বলেন, সাংবাদিকদের মধ্যে যারা কার্ডধারী তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে অন্য কেউ প্রবেশ করতে পারছে না। ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা ঠিক রাখতে পাঁচ হাজার পুলিশ সদস্য কাজ করছে। এছাড়া উত্তরা বিভাগের ছয়টি থানার পুলিশ সদস্যদের যুক্ত করা হয়েছে। একইসঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, র্যাব ও বিজিবির সদস্যরা।
বিজ্ঞাপন
এর আগে দুপুর আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের পর থেকে ফ্লাইট রেডারে বন্ধ দেখাচ্ছে বিমান চলাচল।
আগুনের কারণে এরই মধ্যে সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকাগামী একটি ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

বিমানবন্দরের একটি সূত্র জানায়, অগ্নিকাণ্ডের কারণে শাহজালালে সব ধরণের বিমান ওঠানামা বন্ধ রয়েছে। ঢাকাগামী কিছু ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো সেকশনের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌ ও বিমানবাহিনী।
যেই সেকশনে আগুনের ঘটনা ঘটেছে সেখানে আমদানি করা পণ্য মজুদ রাখা হয় বলেও জানান তিনি।
এমকেআই/এসএইচ/এএইচ









































