শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কার্গো ভিলেজ থেকে আগুন ছড়িয়েছে কেমিক্যাল গোডাউনে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ০৮:৩২ পিএম

শেয়ার করুন:

S
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার পর নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি- ঢাকা মেইল

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন ছড়িয়ে পড়েছে পাশে থাকা কেমিক্যাল গোডাউনে।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যার পর সরেজমিনে এ দৃশ্য দেখা যায়।


বিজ্ঞাপন


জানা গেছে, দুপুরের দিকে প্রথমে আগুন লাগে কার্গো ভিলেজে। এরপর তা দুই ও তিন নম্বর গেইট পর্যন্ত ছড়িয়ে যায়। কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো জ্বলছে ৮ নম্বর গেইটে থাকা কেমিক্যাল গোডাউন।

ইতোমধ্যে ওই গোডাউন ভাঙার জন্য আনা হয়েছে বুলডোজার। সেটি দিয়ে গেইটে ভেঙে পানি ঢালা হচ্ছে। গোডাউনের ভেতরে দাউদাউ করে জ্বলছে আগুন। এখন বাইরে থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা কেমিক্যাল গোডাউনে পানি ঢোকানোর চেষ্টা করছেন।

S2

কেমিক্যাল গোডাউনের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন আশপাশে কাজ করা বিভিন্ন সংস্থার কর্মীরা।


বিজ্ঞাপন


তবে আগের তুলনায় আগুনের ধোঁয়া কমেছে। একইসঙ্গে দেয়াল ভাঙার জন্য আনা হয়েছে স্কেভেটর।

এর আগে দুপুর আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুনের পর থেকে ফ্লাইট রেডারে বন্ধ দেখাচ্ছে বিমান চলাচল।

আগুনের কারণে এরই মধ্যে সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকাগামী একটি ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এছাড়া ঢাকাগামী কিছু ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরেও অবতরণ করেছে।

এমকেআই/এসএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর