সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ঢাকা

ঘূর্ণিঝড় ‘হামুন’

বৃহস্পতিবারের মধ্যে স্বাভাবিক হবে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩, ০৮:৫৮ পিএম

শেয়ার করুন:

Cyclone Hamoon
ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে ক্ষতিগ্রস্ত একটি বিদ্যুতের খুঁটি। মঙ্গলবারের ছবি

ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা অতিদ্রুত স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সেই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, আগামীকাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৩টার মধ্যে বিদ্যুৎ বিতরণ স্বাভাবিক হয়ে যাবে।

বুধবার (২৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


নসরুল হামিদ বলেন, আশা করা যাচ্ছে- আগামীকাল (বৃহস্পতিবার) বিকেল ৩টার ভেতরে স্বাভাবিক হয়ে যাবে। যদিও পল্লী বিদ্যুতায়ন বোর্ডকে আরও দ্রুত সকল লাইন সচল করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন

কক্সবাজারে ৩০ হাজারের বেশি ঘরবাড়ি বিধ্বস্ত

বিজ্ঞপ্তিতে গ্রাহকদের ধৈর্য ধরার পাশাপাশি এ বিষয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন প্রতিমন্ত্রী।


বিজ্ঞাপন


 

উল্লেখ্য, ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবের ফলে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে ৪ লাখ ৫০ হাজার এবং চট্টগ্রাম-১ পল্লী বিদ্যুৎ সমিতিতে ৪ লাখ ১০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছিল। ইতোমধ্যেই কক্সবাজারে ৫৫ হাজার এবং চট্টগ্রাম-১ পল্লী বিদ্যুৎ সমিতির ১ লাখ ৩০ হাজার সংযোগ সচল করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, প্রায় ৭০০ জন লাইন ক্রু ১৬৩ গ্রুপে বিভক্ত হয়ে মাঠে কাজ করছে। এছাড়াও নিয়মিত লোকবল ও ঠিকাদারগণের পাশাপাশি চট্টগ্রাম পিবিএস-২ ও চট্টগ্রাম পিবিএস-৩ থেকে অতিরিক্ত লোকবল ও ঠিকাদারকে কক্সবাজার জেলায় পাঠানো হয়েছে।

তবে ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে গ্যাস সরবরাহে কোনো বিরূপ প্রতিক্রিয়া নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

টিএই/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর