বঙ্গোপসাগর থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে।
বিজ্ঞাপন
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপকূলীয় এলাকায় ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লক্ষ্মীপুরে মেঘাচ্ছন্ন আকাশ ও থেমে-থেমে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়। মাঝেমধ্যে হালকা বাতাস ও অনুভব হচ্ছে।
এদিকে, আজ বেলা ১১টার দিকে জেলা প্রশাসক সুরাইয়া জাহান তার কার্যালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভার আয়োজন করেছেন।
টিবি