সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন করা হবে: কৃষিমন্ত্রী

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২, ০৩:৪৪ পিএম

শেয়ার করুন:

loading/img
বাঁধ পরিদর্শনকালে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক | ছবি: ঢাকা মেইল

বাঁধ ভেঙে যাওয়ায় হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী ফসল তোলার আগ পর্যন্ত সব ধরনের পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

শনিবার (১৬ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার চাপতির হাওরের ভেঙে যাওয়া বাঁধ পরিদর্শন শেষে মন্ত্রী এ কথা জানান।


বিজ্ঞাপন


কৃষিমন্ত্রী বলেন, হাওরে বাঁধ নির্মাণ প্রকল্পে রক্ষণাবেক্ষণ আশানুরূপ হয়নি। বাঁধ নির্মাণ কমিটিতে অনিয়ম হয়েছে। সে বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। আর হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী ফসল তোলার আগ পর্যন্ত সব ধরনের পুনর্বাসন করা হবে।

ড. আব্দুর রাজ্জাক বলেন, হাওরের ধান তোলা নিয়ে আমি সবসময় আতংকে থাকি। কখন কি হয়। কারণ প্রকৃতির ওপর আমাদের হাত নেই। হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ যাতে প্রতি বছর ডিসেম্বরের আগে শুরু করা যায় সেটা নিয়েও আমি কথা বলবো।

বাঁধ পরিদর্শনকালে সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার খানম, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক বেনজির আলম, সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম প্রমুখ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন