সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ঢাকা

সোনারগাঁওয়ে এনজিও কর্মীকে পিটিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনতাই

জেলা প্রতিনিধি, সোনারগাঁও
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ১০:২২ পিএম

শেয়ার করুন:

সোনারগাঁওয়ে এনজিও কর্মীকে পিটিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনতাই

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের এক এনজিও কর্মীকে পিটিয়ে নগদ ১ লাখ ৫ হাজার টাকা ও স্যামসাং টাচ মোবাইল ছিনিয়ে  নিয়েগেছে ছিনতাইকারীদল। 

গত রোববার ১৩ মার্চ সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সোনারগাঁও পৌরসভার সাহাপুর এলাকার পুরাতন কাউন্সিলের সামনে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


এঘটনায় ভুক্তভোগী আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের এনজিও কর্মী শাখাওয়াত হোসেন বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের এনজিও কর্মী শাখাওয়াত হোসেন সোনারগাঁও পৌরসভা এলাকার ৯নং ওয়ার্ডের ইসমাইলের বাড়ির  ভাড়াটিয়া। তিনি অফিসের 
সাপ্তাহিক কালেকশনের ১ লাখ ৫ পাঁচ হাজার টাকা নিয়ে সাহাপুর শাখা অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে পুরাতন কাউন্সিল অফিসের সামনে পৌঁছামাত্র ৩/৪ জনের একটি ছিনতাইকারীদল তাকে রানদা, চাকু, লোহার পাইপ দিয়ে  মুখমণ্ডল সহ শরীরের  বিভিন্ন জায়গায় এলোপাথাড়ি ভাবে পিটিয়ে আহত করে সাথে থাকা সাপ্তাহিক কালেকশনের নগদ ১ লক্ষ ৫ পাঁচ হাজার টাকা ও স্যামসাং টাচ মোবাইল ছিনিয়ে নেয়। এসময় তার আর্তচিৎকারে আশেপাশের লোকজন উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করে। 

এ ব্যাপারে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মো. মফিজুর রহমান বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর