রোববার, ২০ এপ্রিল, ২০২৫, ঢাকা

ভোলায় পুকুরে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, ভোলা
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ১০:১৫ পিএম

শেয়ার করুন:

ভোলায় পুকুরে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

ভোলা সদর ও লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন দুই খালাতো ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশু তিনটির মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

সোমবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


মৃত শিশু তিনটির মধ্যে একটি ভোলা সদরের ইলিশা ইউনিয়নের বাঘার হাওলা গ্রামের বাসিন্দা শফিকুল ইসলামের চার বছর বয়সী ছেলে সাফওয়ান।

অপর দুই শিশু হলেন-লালমোহন উপজেলার ফুলবগিচা গ্রামের মো. রাকিব হোসেনের ছেলে জুনায়েদ (৭) এবং একই বাড়ির আনাছ মিয়ার ছেলে শাহিদুর রহমান (৮)। ওই শিশু দুটি সম্পর্কে খালাতো ভাই।

মৃত শিশুদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোলা সদরের শিশু সাফওয়ান পরিবারের সবার অগোচরে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে মারা যায়।

অন্যদিকে, লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা গ্রামের উকিলবাড়িতে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে জুনায়েদ ও শাহিদুর রহমানের মৃত্যু হয়।


বিজ্ঞাপন


ভোলা পুলিশ সুপার (এসপি) মো. শরিফুল হক ঢাকা মেইলকে জানিয়েছেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে শিশু তিনটির মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর