সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ঢাকা

ড্রোন শোতে শহীদ ওয়াসিম উপেক্ষিত, ছাত্রদল সাধারণ সম্পাদকের ক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ১১:০৬ পিএম

শেয়ার করুন:

loading/img
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

বাংলা নববর্ষের প্রথম দিনে নানা আয়োজন হয়েছে রাজধানী ঢাকায়। দিনভর শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও রাতে মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজন করা ‘ড্রোন শো’ বেশ সাড়া ফেলেছে। এই ড্রোন শোতে জুলাইয়ের গণঅভ্যুত্থানকে স্মরণ করে রংপুরের শহীদ আবু সাঈদ এবং ঢাকার মীর মুগ্ধকে স্মরণ করা হয়েছে। ড্রোনে তাদের ছবি ফুটিয়ে তুললেও একইসময়ে শহীদ হওয়া চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরামকে স্মরণ করা হয়নি বলে অভিযোগ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

ছাত্রদল সাধারণ সম্পাদক অভিযোগ করেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ওয়াসিম আকরামের অংশগ্রহণের ইতিহাস সুদীর্ঘ। অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক রাজনৈতিক নেতৃত্বকে ভয় পাচ্ছে। তাদের একটা অংশের বিরাজনীতিকরণের চক্রান্তের সামনে পথের কাঁটা কেবল শহীদ ওয়াসিম আকরামের মতো ছাত্রনেতারা। তাই তারা ইচ্ছাকৃতভাবে শহীদ ওয়াসিম আকরামকে উপেক্ষা করে।


বিজ্ঞাপন


সোমবার (১৪ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ছাত্রদল সাধারণ সম্পাদক এসব কথা লিখেছেন।

ছাত্রদল নেতা নাছির লিখেছেন, আজ সরকারি আয়োজনে মানিক মিয়া অ্যাভিনিউতে ড্রোন শো হয়েছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানকে স্মরণ করা হচ্ছে। কিন্তু শুধু শহীদ আবু সাঈদ এবং মীর মুগ্ধকে স্মরণ করা হচ্ছে। দুঃখজনকভাবে আবু সাঈদের সাথে একই সময়ে শহীদ হওয়া চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরামকে স্মরণ করা হয়নি।

তিনি লিখেছেন, কিছুদিন আগে গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তাদের আত্মপ্রকাশের কর্মসূচিতে শহীদ ওয়াসিম আকরামের নাম বলেনি। তারা গণঅভ্যুত্থানের শহীদ এবং অংশগ্রহণকারী সবাইকে ধারণ করার কথা বললেও সচেতনভাবে শহীদ ওয়াসিম আকরামকে উপেক্ষা করেছে। একটি রাজনৈতিক সংগঠন হিসেবে তারা এরকম করতেই পারে। কিন্তু এর আগে পাঠ্যপুস্তক থেকে শহীদ ওয়াসিম আকরামের নাম বাদ দিয়েছিল সরকার। সরকার উদ্দেশ্যমূলকভাবে শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ এড়িয়ে যেতে চায়। 

ছাত্রদল নেতা আরও লিখেছেন, শহীদ ওয়াসিম আকরাম সরকারি চাকুরিপ্রার্থী ছিলেন না। কোটা সংস্কার নয় বরং ফ্যাসিবাদের পতন ঘটাতেই আন্দোলনে যোগ দিয়েছিলেন শহীদ ওয়াসিম আকরাম। শহীদ ওয়াসিম আকরাম একজন রাজনৈতিক কর্মী এবং ছাত্রদল নেতা। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তার অংশগ্রহণের ইতিহাস সুদীর্ঘ।


বিজ্ঞাপন


অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক রাজনৈতিক নেতৃত্বকে ভয় পাচ্ছে এমন মন্তব্য করে নাছির লিখেছেন, তাদের একটা অংশের বিরাজনীতিকরণের চক্রান্তের সামনে পথের কাঁটা কেবল শহীদ ওয়াসিম আকরামের মতো ছাত্রনেতারা। তাই তারা ইচ্ছেকৃতভাবে শহীদ ওয়াসিম আকরামকে উপেক্ষা করে। আমরা কেউ এতে বিচলিত নই। শহীদ ওয়াসিম আকরাম নিজের রক্ত দিয়ে গণঅভ্যুত্থানের ইতিহাস লিখে গেছেন। যতদিন দেশের মানুষের মননে গণতান্ত্রিক চেতনা সমুন্নত থাকবে; শহীদ ওয়াসিম আকরাম ততদিন অমর হয়ে থাকবেন।

বিইউ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর