ভারতীয় ক্রিকেটের দাদা ছিলেন সৌরভ গাঙ্গুলী। ২২ গজ থেকে অবসর নিয়ে বোকাবাক্সে দাদাগিরি করছেন তিনি। অল্পদিনেই জমে যায় অনুষ্ঠানটি। এদিকে গুঞ্জন উঠেছে, দাদাগিরি ছেড়ে দিচ্ছেন সৌরভ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
‘দাদাগিরি’র পরিচালক অভিজিৎ সেন এ নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে ঘনিষ্ঠ সূত্রের খবর, জি বাংলা ছাড়ছেন বাংলার ‘মহারাজ’। যুক্ত হচ্ছেন স্টার জলসার সঙ্গে। ‘বিগ বস্ বাংলা’দেখা যাবে তাকে।
বিজ্ঞাপন
এদিকে সৌরভের ঘনিষ্ঠমহলের দাবি, একেবারে ভিন্ন ধারার কোনো শোয়ে দেখা যাবে তাকে। প্রসঙ্গত, ২০১৫-য় ‘বিগ বস্ বাংলা’ প্রথম দেখানো হয় ইটিভি বাংলা চ্যানেলে। সঞ্চালনায় ছিলেন মিঠুন চক্রবর্তী। ২০১৬-য় এর দ্বিতীয় সিজন দেখানো হয়। সেই পর্বের সঞ্চালনার দায়িত্বে ছিলেন জিৎ। দু’টি সিজ়নের পর আর শো-টির সম্প্রচার হয়নি।
‘দাদাগিরি’র মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন গাঙ্গুলী। দীর্ঘ সময় কাটানোর পর সৌরভ ছাড়া অনুষ্ঠানটি ভাবতেই পারেন না। ঠিক তখন ‘দাদাগিরি’ থেকে সরে দাঁড়ানোর গুঞ্জনে নড়েচড়ে উঠেছেন দাদার ভক্তরা। এখন সময়-ই বলে দেবে শেষ সিদ্ধান্ত।