শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

গুরুতর আহত অক্ষয়, ক্ষতিগ্রস্ত চোখ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:২৬ পিএম

শেয়ার করুন:

loading/img

শুটিং ফ্লোরে মারাত্মক দুর্ঘটনার শিকার বলিউড তারকা অক্ষয় কুমার। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে তার চোখ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

ছবির সেটে থাকা এক ঘনিষ্ঠ সূত্রের কথায়, “অক্ষয় একটি কঠিন দৃশ্যে অভিনয় করছেন। সেই সময় একটা কিছু উড়ে এসে তাঁর চোখে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে শুটিং সেটে চোখের চিকিৎসককে ডেকে আনা হয়। তিনি অক্ষয়ের চোখে ওষুধ দিয়ে ব্যান্ডেজ বেঁধে দেন। আপাতত অভিনেতাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। অন্য অভিনেতাদের নিয়ে ছবির শুটিং শুরু হচ্ছে।”


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, “অক্ষয় শিগগির শুটিং শুরু করতে চাইছেন। ফের শুটিং সেটে ফিরে আসতে উদ্‌গ্রীব হয়ে আছেন। একেবার অন্তিম পর্যায়ের শুটিং বাকি রয়েছে। তাই অক্ষয় আর ছবির কাজ ফেলে রাখতে চাইছেন না।”তবে এ বিষয়ে অক্ষয় এখনও কিছু বলেননি। 

সম্প্রতি ‘হাউসফুল ৫’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত অক্ষয়। ইউরোপের বেশ কিছু জায়গায় ছবির শুটিং হয়েছে। বর্তমানে মুম্বাইয়ে চলছে ছবির দৃশ্যধারণের কাজ। সেখানেই দুর্ঘটনাটি ঘটেছে। সিনেমাটি মুক্তি পাবে ২০২৫-এর ৬ জুন। 

‘হাউসফুল ৫’-এ খিলাড়ি ছাড়াও অভিনয় করছেন রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, শ্রেয়শ তলপড়ে, চাঙ্কি পাণ্ডে, জ্যাকলিন ফার্নান্ডেজ়, নার্গিক ফকরি, সঞ্জয় দত্ত প্রমুখ। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub