শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

বুবলীর সঙ্গে দ্বন্দ্ব, নয় মাস পর মুখ খুললেন পরীমণি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮ পিএম

শেয়ার করুন:

loading/img

পরীমণি ও শবনম বুবলীর মধ্যাকার দ্বন্দ্বের কথা কারও অজানা না। বুবলীর ছেলে শেহজাদ খান বীরের জন্মদিনকে ঘিরে শুরু হয়েছিল। সেসময় একে অন্যেকে তারা নেট দুনিয়ায় কটাক্ষ করেন। এক পর্যায়ে সোশ্যাল হ্যান্ডেলে গর্জে ওঠেন পরীমণি। সামনে পেলে থাপড়াবেন বলে কড়া হুশিয়ারি দেন। বুবলীর বোন কণ্ঠশিল্পী মিমিও যোগ দেন সে ঝগড়ায়। নয় মাস আগের সে ঘটনা নিয়ে এবার মুখ খুললেন পরীমণি।

এক বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে নয় মাস আগের সেই প্রসঙ্গ ওঠতেই পরীমণি বলেন, ‘আপনি (শবনম বুবলী) আমাকে ডাকবেন, আসো তো পরী, কী হয়েছে। চলো বসি, কী হয়েছে দেখি। তা না করে আপনার ভাইবোন চৌদ্দগুষ্টি নিয়ে আমার গলা চেপে ধরবেন।’


বিজ্ঞাপন


পরী যোগ করেন, ‘বুবলীর বোনকে তো আমি চিনতামই না। উনার বোন যখন একটা বাজে স্ট্যাটাস দিচ্ছে, এসব যখন আবার আমার লোকজন আমাকে দেখাচ্ছে, তখন তো বিষয়টা দুঃখজনক। যার সাথে আমার কথা হচ্ছে, তারই আমাকে বলা উচিত। আমার সবকিছু আমাকেই জবাব দিতে হয়েছে। আমার তো আর কেউ নাই। থাকলেও অবশ্য আমিই কথা বলতাম। কারণ, সমস্যাটা যেহেতু আমার। এখানে পরিবারকে টানার কোনো অর্থ তো হয় না। আমার কাছে যেটা আছে, সেটা হচ্ছে সত্যি। এই সত্যিটাই আমার শক্তি।’

বুবলীর সঙ্গে ভার্চুয়াল যুদ্ধ নিয়ে পরী বলেন, ‘আমি দেখতামই না তিনি কী করেছেন। আমার শুভাকাঙ্ক্ষীদের কেউ যখন বলত, এমনটা হয়েছে, পাঠালে তখন দেখা হতো, এই যা। এর বাইরে আর কিছু না।’

এ সময় অপুকে নিয়ে নায়িকা বলেন, ‘অপুদির (অপু বিশ্বাস) সঙ্গে তো আমার এত খাতির নাই। আড্ডাবাজির সম্পর্কও না। অপুদি কী রান্না করছ, খেতে আসতেছি, এই ধরনের সম্পর্ক তো মোটেও না। তবে অপুদিকে আমি পছন্দ করি, ভালোবাসি এটা সত্য। কিন্তু উনি আমাকে কতটা পছন্দ করেন, এটা আমি বুঝতে পারি না মাঝেমধ্যে (হাসি)।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub