বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

কমলা হ্যারিসকে দেখলে বমি পায় ওরির! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৪, ১২:০৮ পিএম

শেয়ার করুন:

loading/img

মার্কিন নির্বাচন নিয়ে উপমহাদেশে উন্মাদনার শেষ নেই। তার ওপর ড্রেমোক্রেট শিবিরের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ভারতীয় বংশোদ্ভূত। ফলে ভারতীয়রা ঝুঁকেছেন এই নারী রাজনৈতিকের দিকে। 

বলিউডের তারকাদের ক্ষেত্রেও এমনটা দেখা যাচ্ছে। উল্টো শুধু বি-টাউনের আপনজন ও সোশ্যাল মিডিয়ার সেনসেশন ওরি। তিনি ট্রাম্পকে সমর্থন করেছেন। একইসঙ্গে জানিয়েছেন কমলাকে দেখলে নাকি বমি পায় ওরির।


বিজ্ঞাপন


ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কমলা এইচকিউ নামক ইনস্টাগ্রাম পেজের তরফে একটি পোস্টে বমির ইমোজি পোস্ট করেন তিনি। ওরির কথায়, ”যে ট্রাম্পের সমর্থক নয়, সে আমেরিকাকেও ভালোবাসেন না!”

ওরিকে নিয়ে সোশাল মিডিয়াতে কৌতূহলের শেষ নেই। বলিউডের এমন কোনো তারকা নেই যার সঙ্গে ভাব নেই তার। তারকাদের অন্দর মহলেও যাতায়াত এই ইনিফ্লুয়েন্সারের। একবার তিনি জানিয়েছিলেন, এক রাতে শুধুমাত্র সেলফি তুলে তিনি ২০ থেকে ৩০ লক্ষ টাকা আয় করেন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub