রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী শেখ নুর উদ্দীন আবির বলেছেন, দেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রভাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়বে না। রাবি একটি স্বাধীনচেতা ও স্বতন্ত্র ক্যাম্পাস, যেখানে শিক্ষার্থীরা নিজেরাই তাদের প্রতিনিধি বেছে নেওয়ার ক্ষমতা রাখে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেছা হলের সামনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ বক্তব্য দেন।
বিজ্ঞাপন
তিনি জানান, রাবির শিক্ষার্থীরা সবসময় গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। তারা যুক্তি, আদর্শ ও যোগ্যতার ভিত্তিতে ভোট প্রদান করবেন। এই নির্বাচনে কোনো বাইরের প্রভাব বা প্ররোচনা কাজ করবে না বলে তিনি বিশ্বাস প্রকাশ করেন।
তিনি আরও বলেন, রাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। প্রত্যেকে নিজ নিজ প্রতিনিধি নির্বাচনে আন্তরিকভাবে অংশ নিচ্ছেন। এমন একটি নির্বাচনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের চর্চা আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। রাবির ইতিহাস গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও শিক্ষার্থীদের সচেতনতার প্রতীক, এই চেতনা বজায় রাখতেই সবাই ভোটে অংশ নিচ্ছেন।
তিনি আরও বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেসব বিতর্ক সৃষ্টি হয়েছে, রাবির ক্ষেত্রে তেমনটি হওয়ার আশঙ্কা নেই। এখানকার শিক্ষার্থীরা সচেতন এবং নিজের প্রতিনিধি নিজেরাই নির্বাচন করতে জানেন। শিক্ষার্থীদের ভোটের মাধ্যমেই সত্যিকারের ছাত্রনেতা নির্বাচিত হবেন, এমনটাই তার প্রত্যাশা।
বিজ্ঞাপন
এএইচ/এইউ



































