মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘রাকসু নির্বাচনে ক্যাম্পাসে অবাধে ঘুরছে সারাদেশের শিবির নেতাকর্মীরা’

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১১:৫০ এএম

শেয়ার করুন:

‘রাকসু নির্বাচনে ক্যাম্পাসে অবাধে ঘুরছে সারাদেশের শিবির নেতাকর্মীরা’
মো. আমানউল্লাহ আমান

প্রায় ৩৫ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে নেতাকর্মীদের নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিবহন চত্বরে অবস্থান করছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান।


বিজ্ঞাপন


এ সময় ঢাকা মেইলের মুখোমুখি হয়ে রাকসু নির্বাচন ঘিরে শিবিরের বিরুদ্ধে নানা অভিযোগ করেন তিনি।

আমানউল্লাহ আমান বলেন, দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা, সুষ্ঠুভাবে ভোট হবে। কিন্তু সকালেই হাতের কালি ঘষা দিলে উঠে যাচ্ছে। সারাদেশ থেকে শিবিরের অসংখ্য নেতাকর্মী এসেছে, যাদের প্রবেশাধিকার ছিল না, তারা এখানে এসেছে।

তিনি বলেন, জামায়াত শিবির নেতাকর্মীরা এখানে আছে, ক্যাম্পাসে ঘোরাফেরা করছে। আমরা যতটুকু জানি, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, জামায়াত ঘরানার প্রশাসন। তারা কোন ধরনের সুক্ষ্ম আয়োজন করে রেখেছে, সেটা সময়ই বলে দেবে। কিন্তু আমরা বলতে চাচ্ছি, কোনো প্রকার শিক্ষার্থীদের মতামত ছিনিয়ে নেওয়ার যদি চেষ্টা করা হয়, এর সঙ্গে যারাই জড়িত থাকবে- প্রত্যেকের বিষয়ে জবাবদিহিতায় আনার প্রক্রিয়ায় আমরা যাব। বাংলাদেশের ও বিশ্ববিদ্যালয়গুলোর স্থিতিশীলতা স্বার্থে আমরা অনেককিছু মেনে নিয়েছি, তার মানে এই নয়, উনারা তারা যা ইচ্ছা করবে, আমরা মেনে নেব।

আমানউল্লাহ আমান আরও বলেন, আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আপনারা ক্যামেরা ঘুরালেই দেখতে পাবেন, অসংখ্য জামায়াত শিবিরের নেতাকর্মীরা যারা অবাধে ক্যাম্পাসে প্রবেশ করছে। অথচ ক্যাম্পাসে তাদের প্রবেশ করারই কথা থাকার কথা নয়। বিশ্ববিদ্যালয়ের টি-শার্ট পরিয়ে তাদেরকে ক্যাম্পাসে ঢুকানো হয়েছে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, কোন ধরণের সেটেলমেন্টে তাদের সাথে গেছে, তাদেরকে অবশ্যই জবাব দিতে হবে।


বিজ্ঞাপন


বিশ্ববিদ্যালয় প্রশাসন বা রাকসু নির্বাচন কমিশনকে এসব বিষয় জানিয়েছেন কি না— এমন প্রশ্নে আমান বলেন, উনাদেরকে জানিয়েছি। আমি নিজেও একাধিকবার কথা বলেছি। বিশ্ববিদ্যালয়ে আমাদের নেতৃবৃন্দ কথা বলেছেন। উনারা শুধুমাত্র আমাদের কোনো ছেলের ভুল পায়, তাহলে সেটা হাইলাইট করতে তৎপর থাকেন, ব্যবস্থা নেন। কিন্তু শিবিরের বিষয়ে কোনে কথা বললে, তারা কিছু ভুল করলে সেটা দেখব দেখছি বলে কালক্ষেপণ করেন।

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, উনারা যদি শিক্ষক হয়ে জ্ঞানপাপীর মত আচরণ করেন, তাহলে আমরা শিক্ষার্থী হয়ে ভুল ভাল কিছু করে ফেলি, সেটা অতিরঞ্জিত কিছু হবে না। তারা যদি বিশেষ প্যানেলকে জেতানোর চেষ্টা করেন, সেটার সমুচিত জবাব দেওয়া হবে।

বুধবার (১৫ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ ও দলীয় নেতাকর্মী নিয়ে অবস্থান বিষয়ে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদককে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, আমি রাকসুর আচরণবিধি লঙ্ঘন করিনি। বুধবার রাতে আমার ক্যম্পাসে আসা বৈধ ছিল।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর