রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। নির্বাচনে অংশ নিতে হলে ভোটারদের নির্ধারিত কেন্দ্র ছাড়া অন্য কোথাও প্রবেশ করা যাবে না। নির্বাচন কমিশন নয়টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে মোট ৯৯০টি বুথে ভোটগ্রহণের ব্যবস্থা করেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মমতাজউদ্দিন অ্যাকাডেমিক ভবনের সমাজকর্ম বিভাগের ১৫৬ নম্বর কক্ষে মন্নুজান হলের ভোট গ্রহণ করা হবে। সেখানে ভোটার সংখ্যা ২ হাজার ৩৭৮ জন।
বিজ্ঞাপন
ড. মুহাম্মদ শহীদুল্লাহ কলা ভবনের বাংলা বিভাগের ১৫০ নম্বর গ্যালারিতে ভোটগ্রহণ করা হবে শহীদ জিয়াউর রহমান হলের। এ হলে মোট ভোটার ১ হাজার ৯৬৩ জন।
ইসমাইল হোসেন সিরাজী অ্যাকাডেমিক ভবনের উত্তর গেট দিয়ে প্রবেশ করে ১২৮ নম্বর কক্ষে ভোট দেবেন জুলাই-৩৬ হলের শিক্ষার্থীরা। সেখানে ভোটার ২ হাজার ৪৭২ জন। একই ভবনের দক্ষিণ-পূর্ব গেট ব্যবহার করে ১২২ নম্বর কক্ষে ভোটগ্রহণ করা হবে রোকেয়া হলের। এ হলে ভোটার ২ হাজার ১৭৩ জন।
রবীন্দ্র ভবনের পূর্ব-মধ্য গেট দিয়ে প্রবেশ করে ১৪৬ নম্বর কক্ষে ভোট দেবেন তাপসী রাবেয়া হলের শিক্ষার্থীরা। ভোটার সংখ্যা ১ হাজার ২৪১ জন। একই ভবনের পূর্ব-দক্ষিণ ফটক দিয়ে প্রবেশ করে ১১৯ নম্বর কক্ষে ভোট হবে বেগম খালেদা জিয়া হলের, যেখানে ভোটার ১ হাজার ২৭৫ জন। দক্ষিণ-পশ্চিম ফটক ব্যবহার করে ১২৩ নম্বর কক্ষে ভোট গ্রহণ করা হবে রহমতুন্নেসা হলের, যার ভোটার ১ হাজার ৭৬৬ জন।
জাবির ইবনে হাইয়ান বিজ্ঞান ভবনের ১৩৩ নম্বর কক্ষে ভোট হবে শহীদ হবিবুর রহমান হলের, যেখানে ভোটার ২ হাজার ৪৪৬ জন। একই ভবনের ১০১ নম্বর কক্ষে ভোটগ্রহণ হবে শহীদ শামসুজ্জোহা হলের, যার ভোটার ১ হাজার ৩০৪ জন।
বিজ্ঞাপন
জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবনের সিএসএল ল্যাবের ১২৫ নম্বর কক্ষে ভোটগ্রহণ করা হবে বিজয়-২৪ হলের, সেখানে ভোটার ১ হাজার ৫৩৪ জন। দক্ষিণ-পশ্চিম ফটক ব্যবহার করে ১১৬ নম্বর কক্ষে ভোট হবে নবাব আব্দুল লতিফ হলের, যার ভোটার ১ হাজার ১১৯ জন।
সত্যেন্দ্রনাথ বসু অ্যাকাডেমিক ভবনের ১৩৩ নম্বর কক্ষে ভোটগ্রহণ হবে শের-ই বাংলা ফজলুল হক হলের, যেখানে ভোটার ৯৯৩ জন। একই ভবনের ২০৮ নম্বর কক্ষে ভোট হবে মতিহার হলের, যার ভোটার সংখ্যা ১ হাজার ৮৭১ জন।
জগদীশ চন্দ্র অ্যাকাডেমিক ভবনের টিচার্স লাউঞ্জে ভোটগ্রহণ হবে মাদার বখশ হলের, ভোটার ১ হাজার ৮৭৮ জন। একই ভবনের ১০৫ নম্বর কক্ষে ভোট হবে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের, ভোটার ১ হাজার ৮৬১ জন।
জুবেরী ভবনের পূর্ব হল রুমে ভোট দেবেন সৈয়দ আমীর আলী হলের শিক্ষার্থীরা, ভোটার সংখ্যা ১ হাজার ২৩৪ জন। আর পশ্চিম হল রুমে ভোট হবে শাহ মখদুম হলের, যার ভোটার ১ হাজার ৪০৯ জন।
নির্বাচন কমিশন জানিয়েছে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এএইচ/এইউ



































