শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জাকসু: শেষ হলো তিন হলের গণনা, রাতভর চলবে বাকি প্রক্রিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৯ এএম

শেয়ার করুন:

জাকসু: শেষ হলো তিন হলের গণনা, রাতভর চলবে বাকি প্রক্রিয়া
জাকসু: শেষ হলো তিন হলের গণনা, রাতভর চলবে বাকি প্রক্রিয়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত তিনটি হলের ফলাফল গণনা সম্পন্ন হয়েছে। বাকি হলগুলোর গণনা রাতভর চলবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে স্থাপিত ৩১৫টি বুথে শিক্ষার্থীরা ভোট দেন। এ নির্বাচনে অংশ নিয়েছেন মোট ১১ হাজার ৯১৯ জন ভোটার। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১০২ জন এবং ছাত্রী ৫ হাজার ৮১৭ জন।


বিজ্ঞাপন


নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার ভোটার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য— প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ভোটগ্রহণ শেষে এখন চলছে ফলাফল প্রকাশের অপেক্ষা। ইতোমধ্যে মীর মশাররফ হোসেন হল, কাজী নজরুল ইসলাম হল এবং জাহানারা ইমাম হলের ভোট গণনা সম্পন্ন হয়েছে। বর্তমানে চলছে আ ফ ম কামাল উদ্দীন হলের ব্যালট গণনা।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম গণমাধ্যমকে জানান, বাকি হলগুলোর ভোট গণনায় রাতজুড়ে সময় লাগবে। তবে কমিশনের আশা, আগামীকাল শুক্রবার দুপুরের মধ্যেই কেন্দ্রীয় সংসদসহ সব হলের ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।

এবারের জাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৯ জন প্রার্থী। এর বাইরে ১১টি ছাত্র হল ও ১০টি ছাত্রী হলের মোট ৩১৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ৪৬৭ জন।


বিজ্ঞাপন


দীর্ঘ প্রায় তিন দশক পর অনুষ্ঠিত এই জাকসু নির্বাচনকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীরা দিনভর স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। ভোট চলাকালীন কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর