শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাইরে বৃষ্টি, কেন্দ্রে বিদ্যুৎ নেই, চার্জার লাইটে ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম

শেয়ার করুন:

বাইরে বৃষ্টি, কেন্দ্রে বিদ্যুৎ নেই, চার্জার লাইটে ভোটগ্রহণ
বাইরে বৃষ্টি, কেন্দ্রে বিদ্যুৎ নেই, চার্জার লাইটে ভোটগ্রহণ

জাকসু ও হল সংসদ নির্বাচনের সময় আবহাওয়ার অভাব ও বিদ্যুৎ চলে যাওয়ার কারণে ভোটগ্রহণে বিঘ্ন ঘটেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে প্রায় পৌনে দুই ঘণ্টা ভোটগ্রহণ শুরু হওয়ার পর হঠাৎ করে বৃষ্টি নামে। অল্প কিছু সময় পর বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু আবাসিক হলে বিদ্যুৎ চলে যায়।

বিদ্যুৎহীন হলগুলোর মধ্যে রয়েছে ১০ নম্বর ছাত্র হল, মওলানা ভাসানী হল, শহীদ রফিক-জব্বার হল, ফজিলতুন্নেছা হল, এ এফ এম কামালউদ্দিন হল, প্রীতিলতা হল, এবং বীর প্রতীক তারামন বিবি হল।


বিজ্ঞাপন


ক্লোজবাস্তবের প্রভাব পড়েছে ফজিলতুন্নেসা হলে। সেখানে ভোটগ্রহণ নিচের ফ্লোরের আন্ডারগ্রাউন্ডে হচ্ছিল। বিদ্যুৎ চলে যাওয়ায় অন্ধকার নেমে আসে বলে শিক্ষার্থী মারজুকা মাহী উল্লেখ করেন।

অন্যদিকে, শহীদ তাজউদ্দীন আহমদ হল ও শেখ রাসেল হলসহ কয়েকটি হলে জেনারেটর চালু করা হয়েছে। ১০ নম্বর ছাত্র হলে প্রাধ্যক্ষ রেজাউল রকিব বলেন, তারা বিকল্প চার্জার লাইট দিয়ে আলোর ব্যবস্থা করেছেন।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর