জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ আজ দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।
সমন্বিত শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, নির্বাচনের ফলাফল প্রভাবিত করার চেষ্টা ও নির্বাচনী পরিবেশে সার্বিক অব্যবস্থাপনা নিয়ে তারা উদ্বিগ্ন। তিনি জানান, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে তারা কমিশনারের কার্যালয়ের সামনে দুপুর ২টা সংবাদ সম্মেলন করবেন।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশনের তথ্যমতে, ভোটার সংখ্যা ১১,৯১৯ জন। ভোটগ্রহণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের ২২৪টি বুথে। এর মধ্যে ১১টি ছাত্র হল ও ১০টি ছাত্রী হল। প্রতি বুথে একজন রিটার্নিং কর্মকর্তা, একজন পোলিং ও একজন সহকারী পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।
এবছরের নির্বাচনে ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতি (ভিপি) পদে ৯, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ ও যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রার্থী রয়েছেন।
ভোটাররা কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে ৪০টি ব্যালটে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেবেন।
প্রধান সাতটি প্যানেলে রয়েছে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বাম ছাত্র সংগঠন, প্রগতিশীল জোট ও স্বতন্ত্র প্রার্থী। তারা নির্বাচনী প্রচারনায় শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, পরিবহন, আবাসন সংকট ও একাডেমিক জবাবদিহিতা নিয়ে জয়-যোগ্য প্রতিশ্রুতি দিচ্ছেন।
বিজ্ঞাপন
নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সব গেটে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। গেরুয়া এলাকায় সংলগ্ন ফটকে বহিরাগত প্রবেশ রোধে বিশেষ নজরদারি হচ্ছে।
এইউ



























