আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের ঈদ পুনর্মিলনী আনন্দ উৎসব শনিবার (১২ এপ্রিল) উত্তরার নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শিক্ষার্থী অভিভাবক ও সুধিজনদের সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ডিরেক্টর প্রফেসর ড. জামালুন্নেসা। প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটাস ড. মঞ্জুর আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মাহবুব মোর্শেদ। অন্যান্যের মধ্যে কলেজের শিক্ষার্থী মোহাম্মদ মুয়াজ, ইয়ামিন সিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন।
ড. মঞ্জুর আহমেদ তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল কর্মকান্ডের চর্চা না হলে প্রতিভার বিকাশ হয়না। জ্ঞান অর্জনের পাশাপাশি সৃষ্টিশীল কাজ যোগ্য নাগরিক তৈরিতে সহায়তা করে। সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, একজন শিক্ষার্থী লেখাপড়ার সাথে সহশিক্ষা কার্যক্রমে নিযুক্ত হলে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এর চর্চা অব্যাহত রাখতে হবে। তা নাহলে সুনাগরিক তৈরি হবে না।
ড. জামালুন্নেসা বলেন, এই মিলনমেলায় শুধু আনন্দ উপভোগই নয়, বরং শিক্ষার্থীরা সহমর্মিতা, সহযোগিতা, সৌহার্দ্য-সম্প্রীতির গুরুত্ব উপলব্ধি করতে পারবে, যা তাদের জীবনের জন্য মূল্যবান পাথেয় হয়ে থাকবে। শুধু শ্রেণিকক্ষে পাঠদানের মধ্যে শিক্ষা কার্যক্রমকে সীমাবদ্ধ রাখা যাবে না। নেতৃত্ব, সৃজনশীলতা ও মানবিক গুণাবলী বিকাশের মধ্য দিয়েই একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে।
তিনি বলেন, উন্নত নৈতিক মানবিক গুণ ছাড়া শিক্ষা অর্থহীন। আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের মানবিক গুণাবলী বিকাশে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, মনোরম ডেসপাচ এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে।
এমএইচটি