শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

জিম্বাবুয়ে সিরিজে মুশতাককে পাচ্ছে না বাংলাদেশ, নতুন কোচ যিনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ০৮:৩৪ পিএম

শেয়ার করুন:

loading/img

গতবছর জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। টি-টুয়েন্টি বিশ্বকাপ সামনে থাকায় তখন সিরিজটি স্থগিত করা হয়েছিল। এবার গড়াতে চলেছে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজটি। চলতি মাসে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার জন্য আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। দুই দলের প্রথম ম্যাচ শুরু হবে ২০ এপ্রিল, সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ২৮ এপ্রিল থেকে, এই ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। 


বিজ্ঞাপন


এই সিরিজেকে সামনে রেখে গতকাল (১৩ এপ্রিল) থেকে শুরু হয়েছে টাইগারদের ক্যাম্প। প্রধান কোচ ফিল সিমন্স এবং সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন টাইগার ক্রিকেটারদের প্রস্তুত করছেন। 

বাকি কোচিং স্টাফরাও যোগ দিয়েছেন দলের সঙ্গে। তবে নেই একজন, তিনি মুশতাক আহমেদ। জানা যায়, জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজে স্পিন বোলিং কোচ মুশতাককে পাচ্ছে না বাংলাদেশ। বিসিবির একটি সূত্র আজ এই তথ্য জানিয়েছে। মুশতাকের জায়গায় জিম্বাবুয়ে সিরিজে দলের স্পিন বোলিং সামলাবেন দেশি কোচ সোহেল ইসলাম।

২০২০ সালে টেস্ট খেলতে সবশেষ বাংলাদেশে এসেছিল জিম্বাবুয়ে। একমাত্র টেস্ট ম্যাচটি ইনিংস ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এখন পর্যন্ত দুদল ১৮টি টেস্টে মুখোমুখি হয়েছে। ৮ জয়ের বিপরীতে ৭টিতে হেরেছে বাংলাদেশ। বাকি তিনটি ড্র। বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয় শেষ টেস্ট জিতেছিল ২০১৮ সালে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর