বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ঢাকা

দুমকিতে বৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড, আহত ২

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ০৮:৪৬ পিএম

শেয়ার করুন:

দুমকিতে বৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড, আহত ২

পটুয়াখালীর দুমকীতে বৈশাখের প্রথম দিনে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বসত ঘর উড়িয়ে নিয়ে পুকুরে ফেলে দেওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও লেবুখালী-বগা মহাসড়কে মাহিন্দ্রা গাড়ির ওপরে গাছ পড়ে ২ জন যাত্রী আহত হয়েছেন। এতে বগা-লেবুখালী মহাসড়কে প্রায় ৪ কিলোমিটার  ৩ ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সোমবার (১৪ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গাবতলি গ্রামের মাসুদ চৌকিদারের ঘরের পেছনের বারান্দা ও তার বড়ো ভাই আজিজ শিকদারের বসত ঘরটি ঝড়ে উড়িয়ে পার্শ্ববর্তী পুকুরে ফেলে দিয়েছে।


বিজ্ঞাপন


অপরদিকে উপজেলার রাজাখালী ও ফার্মগেট এলাকার মাঝামাঝি বগা লেবুখালী মহাসড়কে একটি বড়ো রেইনট্রি গাছ মাহিন্দ্রা গাড়ির ওপরে পড়ে। এতে দুইজন যাত্রী আটকে যায়। প্রশাসন ও ফায়ার সার্ভিসে খবর দিলে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে আহতদের দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ ২ ঘণ্টা সময় চেষ্টা চালিয়ে মহাসড়ক থেকে গাছটি কেটে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এছাড়াও উপজেলার বিভিন্নস্থানে রাস্তায় গাছ ভেঙে পড়ে যোগাযোগ বন্ধ হয়েছে বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দা মো. জলিল সিকদার জানান, খবর পেয়ে এসে দেখি আজিজ সিকদার কাকার পুরো ঘরটিই পুকুরে ফেলে দিল। রাতে যে খাবে সে অবস্থাও এখন তার নেই। সমাজের বিত্তবান লোকজনদের এই মুহূর্তে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

বসত ঘর হারিয়ে অসহায় আজিজ সিকদার বলেন, আমার নতুন ঘরটি ঝড়ে উড়িয়ে নিয়ে গেল। আমি দিনমজুর মানুষ। খুব কষ্ট করে এই ঘরটি উঠিয়েছিলাম। এতে আমার প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


বিজ্ঞাপন


ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক বলেন, উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর