বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

রাবির ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮২.৮২%

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫, ০২:৫০ পিএম

শেয়ার করুন:

loading/img

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শনিবার (১২ এপ্রিল) থেকে শুরু হয়েছে। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দেশের পাঁচটি বিভাগীয় শহরে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় মোট ৩৫ হাজার ১৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, যা মোট আবেদনকারীর ৮২ দশমিক ৮২ শতাংশ।


বিজ্ঞাপন


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ হাজার ৬৩১ জন; ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৫ হাজার ৭৩০ জন; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৫৫৩ জন; খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪ হাজার ১০ জন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৫০৯ জন।

রাবি ভিসি অধ্যাপক সালেহ্ হাসান নকীব পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-ভিসি (শিক্ষা) অধ্যাপক মো. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান, বি ইউনিটের সমন্বয়কারী ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. শরিফুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. হাসনাত কবীর, প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম এবং জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার।

পরবর্তীতে ভিসি অভিভাবকদের জন্য নির্ধারিত টেন্টে গিয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।

ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার কথা বিবেচনা করে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর