বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

পুনরায় ‘গ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষা নিতে চায় ঢাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ০৪:৪২ পিএম

শেয়ার করুন:

loading/img

আবার নতুন করে ‘গ’ ইউনিটের ভর্তির এমসিকিউ পরীক্ষা নিতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। রোববার (১৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি ওই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ‘একাধিক ভুল থাকায় সুষ্ঠু ফলাফল প্রকাশের জন্য পুনরায় পরীক্ষার আবেদন’ শীর্ষক ভিসি বরাবর একটি আবেদন দেন এক পরীক্ষার্থী। কিন্তু তাতে সাড়া না পাওয়ায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়ে তিনি হাইকোর্টে রিট করেন।
 
জানা যায়, হাইকোর্টের রিটে প্রশ্নপত্রে ভুলের কারণে পরীক্ষা বাতিলে কর্তৃপক্ষের কাছে রিটকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলা হয়। একইসঙ্গে ২০ ফেব্রুয়ারি দেওয়া ওই আবেদন নিষ্পত্তির নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি এই আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরবর্তী কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়।


বিজ্ঞাপন


ওই রিটের শুনানি শেষে গত ১৯ মার্চ বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ ফল প্রকাশের ওপর স্থগিতাদেশ দেন।

এএসএল/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর