মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

চবির ৫ম সমাবর্তনের লোগো উন্মোচন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবি
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫, ০৭:৫৭ পিএম

শেয়ার করুন:

loading/img

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তনের লোগো উন্মোচন করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সমাবর্তনের লোগো উন্মোচন করা হয়। 

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সভাপতিত্বে এবং পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ও ৫ম সমাবর্তন কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারীর সঞ্চালনায় লোগোর আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠানে উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, ৫ম সমাবর্তন স্যুভেনির উপ-কমিটি আহ্বায়ক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, সদস্যসচিব লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ, ৫ম সমাবর্তন বিভিন্ন উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য-সচিববৃন্দ ও সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 


বিজ্ঞাপন


উন্মোচিত লোগোতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, গৌরবময় ইতিহাস ও শিক্ষার আলোকে আগামীর পথচলার প্রতীকী চিত্র তুলে ধরা হয়েছে। সমাবর্তনের এ লোগো আগামী দিনের সব আনুষ্ঠানিক কার্যক্রম, স্মারক ও প্রচারণায় ব্যবহৃত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেন, ‘এ সমাবর্তন আমাদের শিক্ষার্থীদের জীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। লোগোর মাধ্যমে আমরা সেই গর্ব ও আনন্দকে দৃশ্যমান করতে চেয়েছি।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকার ব্যাপারে ইতোমধ্যেই সম্মতি জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

উল্লেখ্য: আগামী ১৪ মে অনুষ্ঠাতব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠানে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট. ডিগ্রি প্রদান করা হবে। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর