সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

৮ দিনের শীতকালীন ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, কুবি
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৪, ০২:০৩ পিএম

শেয়ার করুন:

loading/img

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আগামী ২০ ডিসেম্বর (শুক্রবার)  থেকে ২৮ ডিসেম্বর (শনিবার) পর্যন্ত শীতকালীন ছুটিতে ঘোষণা করা হয়েছে। এই আট দিনের ছুটি চলাকালীন বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে আবাসিক হলগুলো খোলা থাকবে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবর রহমান মজুমদার।


বিজ্ঞাপন


রেজিস্ট্রার মো. মুজিবর রহমান মজুমদার বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি আগামী ২০ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ সময় অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে তবে হল গুলো খোলা থাকবে।’

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর