সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

কেন্দ্রে বন্যার পানি, এইচএসসি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৪, ০৮:২৭ পিএম

শেয়ার করুন:

loading/img

রাঙ্গামাটির বাঘাইছড়িতে এইচএসসি পরীক্ষার কেন্দ্র কাচালং সরকারি কলেজ বন্যার পানিতে ডুবে গেছে। ফলে সেখানে বৃহস্পতিবারের (৪ জুলাই) ইংরেজি বিষয়ের পরীক্ষা স্থগিত করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

বুধবার (৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।


বিজ্ঞাপন


রাঙ্গামাটি জেলা প্রশাসক বলেছেন, ‘রাঙামাটিতে কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে উপজেলার কাচালং সরকারি কলেজ ক্যাম্পাস বন্যার পানিতে তলিয়ে আছে। কাচালং সরকারি কলেজ এইচএসসি পরীক্ষার কেন্দ্র। পরীক্ষাকেন্দ্র ও পরীক্ষার্থীদের বাড়িঘর পানিতে ডুবে থাকায় তাদের কথা বিবেচনা করে বৃহস্পতিবারের (৪ জুলাই) ইংরেজি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিছুক্ষণ আগে বিষয়টি চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে আমাকে নিশ্চিত করা হয়েছে।’

board

শুক্রবার ও শনিবারের মধ্যে ঢলের পানি নেমে গেলে রোববার পরীক্ষা হবে বলে জানান তিনি। এছাড়া বাঘাইছড়ি উপজেলার সিজক কলেজ কেন্দ্রের পরীক্ষা চলবে বলেও জানান রাঙ্গামাটি জেলা প্রশাসক।

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর