বুধবার, ১৫ মে, ২০২৪, ঢাকা

শসা-টমেটো-বেগুনে ‘আগুন’, কাঁচামরিচের দামও দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ মার্চ ২০২৪, ০২:১৬ পিএম

শেয়ার করুন:

শসা-টমেটো-বেগুনে ‘আগুন’, কাঁচামরিচের দামও দ্বিগুণ
ছবি: ঢাকা মেইল

আজ থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। সিয়াম সাধনার এই মাসকে উপলক্ষ করে অস্থিরতা দেখা দিয়েছে নিত্যপণ্যের বাজারে। যথেষ্ট পরিমাণে সরবরাহ থাকা সত্ত্বেও রমজানের ইফতারে প্রয়োজনীয় অনুষঙ্গ শসা, টমেটো ও বেগুনসহ দাম বেড়েছে বিভিন্ন সবজির। এছাড়া প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচও। অভিযোগ উঠেছে— ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে দাম বাড়িয়েছেন বিক্রেতারা। 

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, লম্বা বেগুন প্রতিকেজি বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকা, গোল বেগুন ৯০-১০০। যা দুই দিন আগেও ২০-৩০ টাকা কমে বিক্রি হতে দেখা গেছে। শসা বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকায়। পাল্লা দিয়ে দাম বেড়েছে টমেটোর। দুই দিন আগেও ৩০-৪০ টাকা কেজি বিক্রি হওয়া টমেটো বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা। এছাড়া প্রায় দ্বিগুণ হয়েছে কাঁচামরিচের দামও। প্রতি কেজি কাঁচামরিচ ১৩০-১৬০ টাকায় বিক্রি হচ্ছে। যা কয়েক দিন আগেও ৭০-৮০ টাকা কেজি হাঁক-ডাক দিয়ে বিক্রি হতে দেখা গেছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন
রোজায় বেড়েছে গরুর গোশতের দাম

এদিকে আলুর দাম আবারও ৪০ টাকা কেজি ছুঁয়েছে। ফুলকপি ৫০-৬০ পিস, একই দামে বাঁধাকপি। শিম ৮০-৯০, করলা ৮০-৯০ টাকা, চিচিঙ্গা ৬০-৭০ টাকা, ঢেঁড়শ ৭০-৮০ টাকা মান ও সাইজভেদে লাউ ৫০-৬০ টাকা, মুলা ৩০-৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। যা কয়েক দিন আগেও ২০-৩০ টাকা কম দামে বিক্রি হয়েছে।

এছাড়াও শাকের মধ্যে সরিষা শাক আটি ১৫ টাকা, ডাটা শাক ১৫ টাকা, পালং ১০-১৫ টাকা, লাউ শাক ৩০-৪০, লাল শাক ১৫ টাকা, বথুয়া শাক ১৫-২০ টাকা আটি বিক্রি হচ্ছে। তবে বাজারে দোকানের তুলনায় ভ্যানে কিংবা ফুটপাতের দোকানগুলোতে প্রত্যেক সবজির দাম ৫-১০ টাকা কমে বিক্রি হচ্ছে।

অপরদিকে আমদানির খবরে কিছুটা কমছে পেঁয়াজের ঝাঁঝ। প্রতিকেজি দেশি পেঁয়াজ ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে আদা-রসুনের দাম। নতুন দেশি রসুন ১৫০-১৭০ টাকা ও আদা ১৮০-২১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।


বিজ্ঞাপন


টিএই/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর