সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

বগুড়ায় মেয়র পদে সাবেক স্বামী-স্ত্রীর ভোটযুদ্ধ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৫ জুন ২০২৩, ১১:২৫ এএম

শেয়ার করুন:

loading/img

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার নির্বাচনে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন সাবেক স্বামী-স্ত্রী।

এরা হলেন— সাবেক মেয়র, পৌর বিএনপির সভাপতির পদ থেকে সদ্য বহিষ্কৃত আব্দুল জলিল খন্দকার ও তার সাবেক স্ত্রী আউলিয়া খন্দকার। তারা দুজনই স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাবেক এই স্বামী-স্ত্রীর নির্বাচন নিয়ে ভোটারেদর মাঝে নানা কৌতুহলের সৃষ্টি করেছে।


বিজ্ঞাপন


সোমবার (১৩ জুন) খোঁজ নিয়ে জানা যায়, জলিল ও আউলিয়া দম্পতি ২২ বছর সংসার করার পর ২০১৯ সালে সম্পর্কের ইতি টানেন। তাদের বিবাহিত জীবনে দুই ছেলে রয়েছে।

আগামী ২১ জুন তালোড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। আব্দুল জলিল খন্দকার পেয়েছেন জগ, আর আউলিয়া খন্দকার পেয়েছেন ইস্ত্রি মার্কা।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আর দাম্পত্য জীবন নিয়ে প্রশ্ন করা হলে, আউলিয়া খন্দকার জানান, তাদের বৈবাহিক জীবন সুখেই চলছিল। সংসার জীবনে তিনি সাবেক স্বামী জলিল খন্দকারের রাজনৈতিক কাজে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন। সামান্য বিষয়ে মতবিরোধের কারণে বিবাহ বিচ্ছেদ হয়েছে।

তিনি আরও বলেন, আমার বাবা মরহুম শেখ আফতাব উদ্দিন ১৯৮১ সালে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছিলেন। অত্র এলাকায় বাবা সমাজসেবক হিসেবে সবার কাছে সমাদৃত। বাবার ইমেজ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আশা করছি ভোটাররা আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করবেন।


বিজ্ঞাপন


অপরিদেক আব্দুল জলিল খন্দকার বলেন, নির্বাচনে অংশ নেওয়া তার (আউলিয়া) গণতান্ত্রিক অধিকার। সে নির্বাচন করলে আমার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না।

প্রসঙ্গত, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করায় ১৩ জুন জলিলকে সব পদ থেকে আজীবন বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন