পয়লা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এদিন বর্ষবরণে মেতে উঠে সবাই। আজও তার ব্যতিক্রম হয়নি। সকল শ্রেণীর মানুষ স্বাগতম জানিয়েছেন বাংলা নতুন বছরকে। অন্যদের মতো জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানের কাছেও দিনটি বিশেষ। দিনটি পরিবারের সঙ্গে কাটাতে চান তিনি।
বিজ্ঞাপন
ঢাকা মেইলকে তিনি বলেন, ‘দিনটি পরিবারের সঙ্গে কাটাব। এর বাইরে বিশেষ কোনো পরিকল্পনা নেই। এছাড়া পয়লা বৈশাখ ঘিরে মঙ্গল শোভাযাত্রাসহ যেসব আয়োজন করা হয় বেশ কয়েক বছর হলো সেগুলো উপভোগ করতেও যাওয়া হয় না।’
শৈশবের বৈশাখের স্মৃতিচারণ করে বলেন, ‘ছোটবেলায় পয়লা বৈশাখে বাবা-মায়ের হাত ধরে রামনা বটমূলে যেতাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকাগুলোতে ঘুরতাম। তখন যে শান্তি বা মজাটা ছিল সেটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকটাই কমে গেছে।’
বিজ্ঞাপন
জোভান যোগ করেন, ‘এখন নিয়মিত কাজ করছি। সে কারণে হয়তো অনেক কিছু ভেবেচিন্তে করতে হয়। পাবলিক প্লেসে প্রাণ খুলে হাঁটতে পারি না। হাসতে পারি না। আরও অনেক কিছু করতে পারি না। কিন্তু ইচ্ছা হয় ছোটবেলার মতো আবারও যদি সবাই মিলে মেলায় যেতে পারতাম। তবে চেষ্টা করি পরিবারকে নিয়ে কোনো না কোনোভাবে সুন্দর করে উদযাপন করতে।’
আরও বলেন, ‘ছোটবেলায় পয়লা বৈশাখের দিনটাতে খুব সকাল সকাল পাঞ্জাবি পরে বের হতাম। মেলায় যেতাম। আব্বু অনেক কিছু কিনে দিতেন। আমার ও বেড়ে ওঠা ঢাকায়। শুনেছি গ্রামে অনেক সুন্দর সুন্দর মেলা হয়। তবে সেগুলো আমি কখনও উপভোগ করতে পারিনি।’
'রূপান্তর' বিতর্ক ভিডিওবার্তায় যা বললেন জোভান
সবশেষে ব্যস্ততার ফিরিস্তি দিয়ে এ তারকা বলেন, ‘বর্তমান ব্যস্ততা পরিবার এবং রোজার ঈদের নাটক দেখা নিয়ে। দেখে বোঝার চেষ্টা করছি কোনটা করা উচিত হয়েছে কোনটা উচিত হয়নি। কোনটা আরও একটু ভালো হতে পারত সেগুলো বোঝার চেষ্টা করছি।’
আরআর/