রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ভাল্লুকের আক্রমণে চোখ গেল যুবকের

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩ মে ২০২৩, ১০:৩৪ পিএম

শেয়ার করুন:

loading/img

জেলার গুইমারা উপজেলার সিন্ধুকছড়ি ইউনিয়নের মেম্বার সুকান্ত মহাজন পাড়া এলাকায় জুমে কাজ করা করার সময় বুনো ভাল্লুকের আক্রমণে অনে চাঁন ত্রিপুরার (২৫) চোখ ক্ষতবিক্ষত হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) সকালে পাহাড়ের জুমে কাজ করার সময় তাকে ভাল্লুক আক্রমণ করে।


বিজ্ঞাপন


পরে মেম্বার ও স্থানীয়ারা রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত খাগড়াছড়ি সদর মেডিকেল হাসপাতালে নিয়ে আসেন।

আহত যুবক গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সুকান্ত মহাজনপাড়া এলাকার উপেন্দ্র ত্রিপুরার ছেলে।

সিন্ধুকছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মেম্বার মানেন্দ্র বলেন, ভাল্লুকের আক্রমণে তার একটি চোখ উপড়ে গেছে। এমন অবস্থায় তাকে উদ্ধার করে খাগড়াছড়ি মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

ভাল্লুকের আক্রমণে আহতের ছোট ভাই তরুন ত্রিপুরা বলেন, বর্তমানে তিনি খাগড়াছড়ি সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ইতোমধ্যে তাকে দুইজন রক্ত দিয়েছেন।


বিজ্ঞাপন


চিকিৎসক চট্টগ্রাম চক্ষু হাসপাতালে রেফার করলেও কোনো টাকা না থাকায় তিনি যেতে পারছি না।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন