অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য তৈরি ও সংরক্ষণ করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বিজ্ঞাপন
রোববার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে দামুড়হুদা বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য তৈরি ও সংরক্ষণ করায় মাহামুদুল হাসান এর প্রতিষ্ঠান মেসার্স তারিন ফুড প্রোডাক্টসকে ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং প্রতিষ্ঠানকে ত্রুটি সংশোধন না হওয়া পর্যন্ত বেকারি পণ্য তৈরি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
বিজ্ঞাপন
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি টিম।
প্রতিনিধি/এসএস