শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

রিজার্ভ বেড়ে প্রায় ২১ বিলিয়ন ডলার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ০৫:৪৩ পিএম

শেয়ার করুন:

loading/img
ফাইল ছবি

রেমিট্যান্সের রেকর্ড প্রবাহে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২৬ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলার, যা বিগত সময়ের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। আর বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী রিজার্ভ প্রায় ২১ বিলিয়ন ডলার।

রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পাওয়ার অন্যতম শর্ত ছিল জুনের মধ্যে নির্দিষ্ট পরিমাণ নিট রিজার্ভ ধরে রাখা। বর্তমান পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশ সেই লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী বর্তমানে নিট রিজার্ভ রয়েছে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার যেখানে জুনের মধ্যে তা ১৭ বিলিয়নের কিছুটা বেশি হওয়া প্রয়োজন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি মাসের ১২ এপ্রিল পর্যন্ত দেশটির গ্রস রিজার্ভ ছিল ২৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার এবং আইএমএফের বিপিএম-৬ হিসাব অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল প্রায় ২১ বিলিয়ন ডলার।

এর আগে, ৬ এপ্রিল পর্যন্ত এই রিজার্ভ ছিল ২৫ হাজার ৬২৫ দশমিক ৩৮ মিলিয়ন ডলার এবং ২৭ মার্চ ছিল ২৫ হাজার ৪৪০ দশমিক ৮৮ মিলিয়ন ডলার। অর্থাৎ ধারাবাহিকভাবে বেড়েছে রিজার্ভ।

রিজার্ভ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে প্রবাসী আয় বা রেমিট্যান্স। গত মার্চ মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩২৯ কোটি মার্কিন ডলার, যা এক মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংক মনে করছে, এই বিপুল পরিমাণ রেমিট্যান্সের প্রবাহ রিজার্ভ বৃদ্ধিতে মুখ্য ভূমিকা রেখেছে।


বিজ্ঞাপন


টিএই/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন